MCQ
4301. কোন কালভার্টের ডেকপ্লাবের ঢালাই - এর পরিমাণ ১২৫০ ঘন ফুট। সিমেন্টের পরিমান ১০% হলে কত ব্যাগ সিমেন্ট লাগবে?
১২৫ ব্যাগ
১০০ ব্যাগ
১৩০ ব্যাগ
১০৫ ব্যাগ
4302. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
সমান
তিনগুণ
অর্ধেক
দ্বিগুন
4303. নিচের কোন বৈজ্ঞানিক দেখতে পান যে তরল প্রবাহিত হওয়ার সময় কিছুটা সংকোচন ঘটে-
ফুড
প্যাসকেল
ফ্রান্সিস
বেঞ্জিন
4304. বাইরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১৯ মি.মি.
৮ মি.মি.
১২ মি.মি.
১০ মি.মি.
4305. ইট বিছানো সড়কে সাধারণত ইট সাজানো পদ্ধতিকে বলা হয়-
Facing Bond
Diagonal Bond
English Bond
Herring Bone Bond
4306. Leveling Machine কি মাপতে ব্যবহৃত হয়?
বিশার
কোণ
উচ্চতা
দূরত্ব
4307. কোন বাঁধের উপরিভাগ ৬ মি. উচ্চতা ২ মি. এবং চাল ১ঃ২ হলে বাঁধের বিস্তার কত?
১৬ মিটার
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার
4308. গোলাকার পাইপের Surface area বের করতে কোন সূত্র ব্যবহার করতে হয়?
১৭/৭ r 2
২০/৭ r 2
২৫/৭ r 2
(২২/৭) r 2
4309. সড়ক বাঁধের Slide Slope সাধারণত দেওয়া হয়-
২:১
৩:১
১::১
৪:১
4310. অয়্যার প্রধানত-
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
4311. অয়্যার ব্যবহৃত হয় বাঁধের --তরল নিষ্কাশনের জন্য
কম পরিমান
বেশি পরিমান
অতিরিক্ত
বাঁধ রক্ষার জন্য
4312. ঢেউটিনের প্রমান প্রন্থ কত?
৮০ সে.মি.
৭০ সে.মি.
৬০ সে.মি.
৯০ সে.মি.
4313. অয়্যারের ওপর দিয়ে যে জলরাশি প্রবাহিত হয় তাকে বলা হয়-
ভেইন
পার্শ্ব
আন্ধ
ক্রেস্ট
4314. ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা-
৮টি
১২টি
১০টি
১৫টি
4315. যে বাঁধের ওপর দিয়ে পানি সহজে প্রবাহিত হতে পারে তাকে বলে-
নছ
ডাউক
ব্যারিজ
উইয়ার
4316. অয়্যারের উপরিভাগ যার ওপর দিয়ে জলরাশি প্রবাহিত হয় তাকে বলে-
হেড
পার্শ্ব
ক্রেস্ট
প্রাপ্ত
4317. আয়তাকার লাভজনক সেকশন যা থেকে পাওয়া যায়-
বেগ
নির্গমন
চাপ
সর্বোচ্চ নির্গমন
4318. ট্রাপিজিয়াম চ্যানেলে A.C. কে Constant রাখলে তখনই নির্গমন সর্বোচ্চ হবে, যখন-
A/P
m/N
P/A
N/m
4319. ভিতরের দেয়ালে প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১২ মি.মি.
১০ মি.মি.
১৯ মি.মি.
১৫ মি.মি.
4320. আর. সি.সি. মেম্বারের প্লাস্টারের গুরুত্ব সাধারণত-
৭ মি.মি.
৬ মি.মি.
১২ মি.মি.
১০ মি.মি.