Image
MCQ
4341. প্রবাহের গতিবেগ কম হলে ফ্লুইডের স্বরগুলো পাইপ বা পথের পাশের সাথে প্রবাহিত হয়-
খাড়া
সমান্তরালে
অনুভূমিক
হেলানোভাবে
4342. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি-
ভাসবে
স্থির থাকবে
ডুববে
গতিপ্রাপ্ত হবে
4343. পরীক্ষাগারে Ce মাপা হয় কোনটি দ্বারা?
ভূগেজ
মাইক্রোমিটার
ম্যাক্রো ভূগেজ
ক্যালিপার্স
4344. অরিফিস পানিতে নিমজ্জিত থাকে-
অর্ধেক অংশ
এক-তৃতীয় অংশ
সম্পূর্ণ অংশ
এক- চতুর্থাংশ
4345. তরল পদার্থের প্রবাহ বলতে বুঝায় অনবরত নির্গমনের পরিমাণ-
খালে
পাইপ পথে তরলের
নদী পথে
উপরের কোনটিই নয়
4346. স্থির তরলে নিমজ্জিত কোন বস্তুর ওপর মোট ঊর্ধ্বমুখী বল হলো-
C.G
উর্ধ্ব বল
প্লবতা
কোনটি নয়
4347. পানির পাইপে পানির বিপরীত সূচি প্রবাহ বন্ধ করার জন্য ব্যবহৃত বাবু এর মান-
Scour Valve
Reflex Valve
Air Valve
Gate Valve
4348. পিটট টিউব দ্বারা তরল পদার্থের কি মাপ হয়?
ভেলোসিটি
প্রবাহ
চাপ
আয়তন
4349. অরিফিস দিয়ে পানি প্রবাহকালে ভেনাকন্টাকটা সৃষ্টি হয় অরিফিসের-
প্রবেশ মুখে
শেষ প্রান্তে
প্রবেশ মুখ থেকে ব্যাসার্ধ সমান দূরত্বে
প্রবেশ মুখ থেকে ব্যাসের সমান দূরত্বে নয়
4350. অরিফিস হলো একটি ছিদ্র যা থাকে-
পাত্রের পশে
তলদেশে পাত্রে
নিম্নাংশ
সব কয়টি
4351. নদীতে পানির প্রবাহ হয়-
নদীর গভীরতার জন্য
নদীর প্রশস্থতার জন্য
Hydraulic gradient এর জন্য
পানির পরিমাপের জন্য
4352. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
4353. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণায় মোড হেড-
সমান
পরিবর্তনশীর
অসমান
শূন্য
4354. ভেনা কন্টাকটাতে জেটের গতিবেগ-
কম
মধ্যম
বেশি
সর্বোচ্চ
4355. অরিফিসের বাধা হ্রাস করা হয় অরিফিসের চারিধারকে--
বাঁকা করে
সোজা করে
চিকন করে
তীক্ষ্ম ধার করে
4356. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষতা সমতা
উপরের সব কয়টি
4357. গোলাকার পাইপের Surface area বের করতে কোন সূত্র ব্যবহার করা হয়?
2/7r^2
20/7 r^2
22/7 r^2
25/7 r^2
4358. প্লবতা হলো তরলের নিমজ্জিত বক্কর-
বাতাসের নিম্ন মুখী চাপ
বস্তু কর্তৃক নিম্ন মুখী চাপ
তরল কর্তৃক উর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
4359. বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ-
ম্যানোমিটার
পিজোমিটার
ভেনচুরিমিটার
বর্ডনটিউব গেজ
4360. পিটট টিউবের কাচ নলের নিম্নাংশ কত ডিগ্রি বাঁকা?
60°
90°
45°
30°