Image
MCQ
4341. আপদকালীন সময়ে সার্কিটকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত হতে স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ হতে বিচ্ছিন্ন করে যে যন্ত্র, তার নাম কী?
সার্কিট ব্রেকার
রিলে
ফিউজ
সুইচ
4342. বৈদ্যুতিক আলোর যতগুলো উৎস জানা আছে, তন্মধ্যে কোন ধরনের ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদানকারী?
মার্কারি ল্যাম্প
টিউব ল্যাম্প
সোডিয়াম আপার ল্যাম্প
নিয়ন ল্যাম্প
4343. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, একটি ফ্লুওরেসেন্ট ল্যাম্প বা মার্কারি ভ্যাপার ল্যাম্পের কতগুণ বেশি আলো দেয়?
২ গুণ
৩ গুণ
৪ গুণ
৫ গুণ
4346. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
১০০ লুমেন
১৪০ লুমেন
২০০ লুমেন
২৫০ লুমেন
4347. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের স্বাভাবিক আয়ুষ্কাল কত ঘণ্টা?
৮০০০
৯০০০
১০০০০
১২০০০
4348. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, 500W ५० ইনক্যানডিসেন্ট একটি ল্যাম্পের কত গুণ ৮১ ক বেশি আলো দেয়?
৫ গুণ
৬ গুণ
৭ গুণ
৮ গুণ
4349. ফ্লুওরেসেন্ট ল্যাম্পের টিউবের ভিতরের দেয়াল দিয়ে যে শ্বেতকায় পদার্থের প্রলেপ দেয়া হয়, তার নাম কী?
ফসফরাস পাউডার
কার্বন পাউডার
সালফার পাউডার
চকের গুঁড়া
4350. যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎপ্রবাহের পদ বন্ধ করা ও খোলা যায়, তাকে কী বলে?
সুইচ
ফিউজ
ট্রান্সফর্মার
রিলে
4351. মার্কারি ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
১০ মিনিট
১১ মিনিট
১২ মিনিট
১৫ মিনিট
4353. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
15-20 মিনিট
20-25 মিনিট
25-30 মিনিট
30-35 মিনিট
4356. কোনটি প্রাকৃতিক চুম্বকের ধর্ম নয়?
লোহা বা লোহাজাতীয় পদার্থকে আকর্ষণ করে
সকল পদার্থ ভেদ করে যেতে পারে
মুক্তভাবে ঝুলালে উত্তর-দক্ষিণ দিকে অবস্থান নেয়
এর গুণাবলি চৌম্বক পদার্থে স্থানান্তরিত করে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়
4357. প্রাকৃতিক চুম্বকের উৎস ম্যাগনেটিক আয়রন-এর রাসায়নিক সংকেত-
Fe3O4
Fe2O3
FeO3
FeO2
4358. ফ্লুওরেসেন্ট টিউবলাইটের সার্কিটে ব্যবহৃত চোক কয়েল কীভাবে টিউবলাইটের সাথে 2002 সংযোগ করা হয়?
সিরিজ
প্যারালাল
স্টার
ডেল্টা
4360. প্যারাম্যাগনেটিক পদার্থসমূহ-
চুম্বক কর্তৃক দুর্বলভাবে আকর্ষিত হয়
ডায়াম্যাগনেটিক পদার্থের মতোই
চুম্বক কর্তৃক দুর্বলভাবে বিকর্ষিত হয়
লোহাকে উত্তপ্ত করে তৈরি করা হয়