Image
MCQ
4341. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি-
ভাসবে
স্থির থাকবে
ডুববে
গতিপ্রাপ্ত হবে
4342. প্রবাহের গতিবেগ কম হলে ফ্লুইডের স্বরগুলো পাইপ বা পথের পাশের সাথে প্রবাহিত হয়-
খাড়া
সমান্তরালে
অনুভূমিক
হেলানোভাবে
4343. পরীক্ষাগারে Ce মাপা হয় কোনটি দ্বারা?
ভূগেজ
মাইক্রোমিটার
ম্যাক্রো ভূগেজ
ক্যালিপার্স
4344. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণায় মোড হেড-
সমান
পরিবর্তনশীর
অসমান
শূন্য
4345. পিটট টিউবের কাচ নলের নিম্নাংশ কত ডিগ্রি বাঁকা?
60°
90°
45°
30°
4346. অরিফিসের বাধা হ্রাস করা হয় অরিফিসের চারিধারকে--
বাঁকা করে
সোজা করে
চিকন করে
তীক্ষ্ম ধার করে
4347. পিটট টিউব দ্বারা তরল পদার্থের কি মাপ হয়?
ভেলোসিটি
প্রবাহ
চাপ
আয়তন
4348. অরিফিস দিয়ে পানি প্রবাহকালে ভেনাকন্টাকটা সৃষ্টি হয় অরিফিসের-
প্রবেশ মুখে
শেষ প্রান্তে
প্রবেশ মুখ থেকে ব্যাসার্ধ সমান দূরত্বে
প্রবেশ মুখ থেকে ব্যাসের সমান দূরত্বে নয়
4349. নদীতে পানির প্রবাহ হয়-
নদীর গভীরতার জন্য
নদীর প্রশস্থতার জন্য
Hydraulic gradient এর জন্য
পানির পরিমাপের জন্য
4350. ভেনা কন্টাকটাতে জেটের গতিবেগ-
কম
মধ্যম
বেশি
সর্বোচ্চ
4351. তরল পদার্থের প্রবাহ বলতে বুঝায় অনবরত নির্গমনের পরিমাণ-
খালে
পাইপ পথে তরলের
নদী পথে
উপরের কোনটিই নয়
4352. অরিফিস পানিতে নিমজ্জিত থাকে-
অর্ধেক অংশ
এক-তৃতীয় অংশ
সম্পূর্ণ অংশ
এক- চতুর্থাংশ
4353. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
4354. প্লবতা হলো তরলের নিমজ্জিত বক্কর-
বাতাসের নিম্ন মুখী চাপ
বস্তু কর্তৃক নিম্ন মুখী চাপ
তরল কর্তৃক উর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
4355. পানির পাইপে পানির বিপরীত সূচি প্রবাহ বন্ধ করার জন্য ব্যবহৃত বাবু এর মান-
Scour Valve
Reflex Valve
Air Valve
Gate Valve
4356. স্থির তরলে নিমজ্জিত কোন বস্তুর ওপর মোট ঊর্ধ্বমুখী বল হলো-
C.G
উর্ধ্ব বল
প্লবতা
কোনটি নয়
4357. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষতা সমতা
উপরের সব কয়টি
4358. বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ-
ম্যানোমিটার
পিজোমিটার
ভেনচুরিমিটার
বর্ডনটিউব গেজ
4359. গোলাকার পাইপের Surface area বের করতে কোন সূত্র ব্যবহার করা হয়?
2/7r^2
20/7 r^2
22/7 r^2
25/7 r^2
4360. অরিফিস হলো একটি ছিদ্র যা থাকে-
পাত্রের পশে
তলদেশে পাত্রে
নিম্নাংশ
সব কয়টি