Image
MCQ
4321. এমন কিছু কিছু পদার্থ আছে, আনলে আকর্ষণের পরিবর্তে যেগুলোর কাছে চুম্বক সামান্য বিকর্ষণ করে, সেগুলোকে বলা হয়-
ফেরোম্যাগনেটিক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
ম্যাগনেটিক পদার্থ
4322. আবিষ্ট Emf-এর দিক সর্বদাই এমন হয় যে, ১১২ গ এটি গতির বিপরীতে একটা কারেন্ট স্থাপন করে অথবা ঐ Emf আবিষ্ট হওয়ার জন্য ১১৫ ঘ ফ্লাক্সের পরিবর্তনই দায়ী। এটিই-
ওহমের সূত্র
কারশপের সূত্র
ফ্যারাডের সূত্র
লেঞ্জের সূত্র
4323. কোনটি চৌম্বক বলরেখার ধর্ম নয়?
বলরেখাগুলো দক্ষিণ মেরু ত্যাগ করে এবং উত্তর মেরুতে প্রবেশ করে
বলরেখাগুলো নিরবচ্ছিন্ন ও বাঁকা হয়
বলরেখাগুলো কখনও একে অন্যকে ছেদ করে না
বলরেখাগুলো মেরুতে ঘনভাবে অবস্থান করে
4325. যখন একটি সার্কিটে সংযুক্ত ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তিত হয়, তখন তাতে একটি Emf আবিষ্ট হয়, যার পরিমাণ-
ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক
প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক
ভোল্টেজের পরিবর্তনের হারের সমানুপাতিক
প্রবাহিত কারেন্টের সর্বোচ্চ মানের সমানুপাতিক
4326. সর্বোত্তম চৌম্বক পদার্থ-
অ্যালনিকো
পারম্যালয়
যু-মেটাল
অ্যালকোম্যাক্স
4327. চৌম্বক বলরেখা-
মেরু ত্যাগ করে এবং মেরুতে প্রবেশ করে
চুম্বকের মধ্য দিয়ে উত্তর হতে দক্ষিণ মেরুতে যায়
একটি অন্যটিকে অতিক্রম করে যায়
চুম্বকের মধ্য দিয়ে দক্ষিণ হতে উত্তর মেরুতে যায়
4328. যখন চৌম্বক সম্পৃক্ততার কাছাকাছি পৌছে, তখন লোহার রিলেটিভ পারমিয়্যাবিলিটি-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
বৃদ্ধি পেয়ে দ্রুত পতন হয়
একই থাকে
4329. অধিকাংশ সাধারণ ধাতুর ক্রিস্টাল স্ট্রাকচার হলো-
হেক্সাগোনাল
কিউবিক
অর্থোরহোমবিক
গ্রেইন সাইজ
4330. কোনটিতে চুম্বক ব্যবহৃত হয় না?
লাউডস্পিকারে
বৈদ্যুতিক আয়রনে
বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রে
টেলিফোনে
4331. একটি চৌম্বকক্ষেত্রে স্থাপিত একটি পরিবাহীর উপর প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ভর করে-
পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের দিকের উপর
পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের উপর
ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর
পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং চৌম্বকক্ষেত্রের ফ্লাক্স ডেনসিটির উপর
4332. চৌম্বক শলাকা হলো একটি-
ইলেকট্রোম্যাগনেট
প্রাকৃতিক চুম্বক
স্থায়ী চুম্বক
অস্থায়ী চুম্বক
4333. কোনো পদার্থে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স প্রতিষ্ঠা করা যায়, সেটাই-
ফ্লাক্স ডেনসিটি
পারমিয়্যান্স
পারমিয়্যাবিলিটি
ফিল্ড ইনটেনসিটি
4335. তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সাথে সাথে সকল সাধারণ ধাতব পদার্থের রেজিস্টিভিটি-
শূন্যের দিকে ঝুঁকে
একটি স্থির মানের দিকে ঝুঁকে
প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়
প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
4336. কোনটি চুম্বকের মেরু সম্পর্কে প্রযোজ্য নয়?
একটি চুম্বকের মেরুদ্বয়কে কোনোভাবেই পৃথক করা যায় না
একটি চুম্বকের দুটি মেরুর শক্তি সবসময়ই সমান
অনেক ক্ষেত্রে অসম মেরু পরস্পরকে বিকর্ষণ করে
সমমেরু সবসময়ই পরস্পরকে বিকর্ষণ করে
4337. পরিবর্তিত কারেন্টের কারণে একটি কয়েলে আবিষ্ট Emf-
ইন্ডাকট্যান্স এবং কারেন্ট পরিবর্তনের হারের সমানুপাতিক
ইন্ডাকট্যান্স এবং কারেন্ট পরিবর্তনের হারের ব্যস্তানুপাতিক
কয়েলের রেজিস্ট্যান্স এবং পরিবর্তনের হারের সমানুপাতিক
ওহমের সূত্র দ্বারা নির্ণীত হয়
4338. কারেন্টবাহী একটি পরিবাহীর চারদিকের চৌম্বক বলরেখার অভিমুখ নির্ণয় করা হয়-
ফ্লেমিং-এর দক্ষিণহস্ত বিধি দ্বারা
ফ্লেমিং-এর বামহস্ত বিধি দ্বারা
লেঞ্জের সূত্র দ্বারা
দক্ষিণহস্ত বৃদ্ধাঙ্গুলি দ্বারা
4339. অ্যালুমিনিয়াম একটি-
চৌম্বক পদার্থ
অচৌম্বক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ