Image
MCQ
4381. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ –
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
4382. একক ক্ষেত্রে উপর প্রযুক্ত বলকে বলে-
pressure
surface tension
strain
কোনোটিই নয়
4383. এক বায়ুমন্ডলীয় চাপ সমান—
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
4385. Stoke's law is used to determine the (স্টোকস আইন নির্ধারণ করতে ব্যবহৃত হয়)?
Specific gravity of soil solids
density of soil suspension
grain size distribution of those soils whose grain size is finer than 0.07
all of the above
4386. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৪ কিলো প্যাসকেল চাবে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেট ৭.০ মিটার হয়, তবে প্রবহের মোট শক্তি বা হেড কত মিটার?
6.56 m
5.23 m
7.47m
8.33m
4387. একটি পাত্রে Im পানির উপর 50cm তেলের (sq. gravity-0.8) জ্বর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4 kN/m²
12 kN/m²
10 kN/m²
14 kN/m²
4388. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে?
পজিশন হেড
হাইড্রোলিক হেড
ক ও খ উভয়ই
কোনটিই নয়।
4389. Hydrometer reading এ কী correction করা হয়?
Temperature
Meniscus
Dispersing agent
উপরোক্ত সব
4390. If all the variables of a steam are independent of time, t is said to be in-
Constant flow
Closed flow
Steady flow
Unsteady flow
4392. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে—
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়
4393. Pilot tube দ্বারা কী পরিমাপ করা হয়?
চাপ
গতিবেগ
প্রবাহ
তাপমাত্রা
4394. Pipe এর Headloss এর কারণ কী?
প্রবাহজনিত ঘষণ
হঠাৎ প্রসারণ
হঠাৎ সংকোচন
সবগুলো
4395. When cohesion less soil attains quick condition, it looses--
Shear strength
Bearing capacity
Both ক. and খ.
Neither ক. and খ.
4396. কোন প্রবাহের Reynolds নাম্বার ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ?
ক্রিটিক্যাল
ফ্রো ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
4397. Pitot tube দিয়ে কী মালা হয়?
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure