Image
MCQ
4381. কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সবচেয়ে বেশি?
ক্লাস-এ
ক্লাস-বি
ক্লাস-এবি
ক্লাস-সি
4382. ম্যাগনেটিক রেকর্ডিং টেপ তৈরি হয় সাধারণত-
আয়রনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা হতে
সিলিকন আয়রন হতে
সিলিকন অক্সাইড হতে
ফেরিক অক্সাইড হতে
4383. ফেরাইটস কোন ধরনের ম্যাটেরিয়াল?
ফেরো-ম্যাগনেটিক
অ্যান্টি ফেরো-ম্যাগনেটিক
ফেরি-ম্যাগনেটিক
অ্যান্টি ফেরি-ম্যাগনেটিক
4384. একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিটে ডায়োড লাগে মোট-
১টি
৪টি
৩টি
২টি
4386. একটি অফিসে ডিসি সরবরাহের জন্য কোন ব্যবস্থাটি বেশি উপযোগী?
একটি ৩-ফেজ রেক্টিফায়ার।
একটি ৬-ফেজ রেক্টিফায়ার
একটি ৩-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
একটি ৬-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
4390. সিরামিক ইন্সুলেটরে নিম্নের কোনটির উন্নতির জন্য চকচকে প্রলেপ ব্যবহৃত হয়?
ইলেকট্রিক্যাল প্রপার্টিজ
ইলেকট্রো-মেকানিক্যাল প্রপার্টিজ
মেকানিক্যাল প্রপার্টিজ
কেমিক্যাল প্রপার্টিজ
4391. কোনো ইলেকট্রনিক সার্কিটে জেনার ডায়োড লাগানো আছে। চালু অবস্থায় এর দু'মাথার ভোল্টেজ ব্যবধান-
০.২ ভোল্ট থাকে
বায়াস ভোল্টেজের সমান থাকে
২২০ ভোল্ট থাকে
স্থির থাকে
4392. বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম-
অ্যাম্পিয়ার মিটার
গ্যালভানোমিটার
অ্যামিটার
ভোল্টমিটার
4394. নিম্নের কোন পদ্ধতিটি আইসোমরফস?
বিসমাথ-টিন
কপার-নিকেল
আয়রন-ভ্যানাডিয়াম
লাইন ডিফেক্ট
4395. স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয়?
আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
আয়রন ও নিকেল
আয়রন, নিকেল এবং মলিবডেনাম
আয়রন, ক্রোমিয়াম এবং মলিবডেনাম
4396. যে তাপমাত্রায় একটি ম্যাটেরিয়াল গ্লাসি-সলিড হয়, তাকে বলা হয়-
মেল্টিং টেম্পারেচার
রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার
গ্লাস ট্রানজিশন টেম্পারেচার
ফ্রিজিং টেম্পারেচার
4397. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
বৈদ্যুতিক রোধ কমে যায়
বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই সত্য নয়
4398. নিম্নের কোনটি উৎপাদনের জন্য চায়না-কে প্রধান কাঁচামাল?
পোরসেলিন
গ্লাস
ফায়ার-ক্লে রিফ্র্যাকটরি
স্ট্রেস
4399. সাধারণত বিদ্যুৎপ্রবাহ বলতে বুঝায়-
ধনাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
4400. ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য-
তাপমাত্রা অপরিবর্তিত থাকা উচিত
তাপমাত্রা কমানো উচিত
তাপমাত্রা বৃদ্ধি করা উচিত
উপরের কোনোটিই সত্য নয়