Image
MCQ
4881. যখন মাইক্রোওয়েভ সিগন্যালসমূহ পৃথিবীর বক্রতা অনুসরণ করে, তখন একে কী বলা হয়?
প্যারাডের অ্যাফেক্ট
ডাকটিং
ট্রোপোস্ফেরিক স্ট্যাটার
আয়োনোস্ফেরিক রিফ্লেকশন
4883. TV ট্রান্সমিটারের Picture signal-এর ক্ষেত্রে কোন মডুলেশন ব্যবহৃত হয়?
ফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
অ্যামপ্লিচিউড মডুলেশন
কোড মডুলেশন
4885. SSB-তে অপ্রয়োজনীয় সাইড ব্যান্ডস দমন করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় না?
ফেজ শিফ্ট মেথড
ব্যালেন্সড মডুলেটর
ফিল্টার মেথড
কোনোটিই নয়
4886. Practical antenna length হ্রাস করে নিচের কোনটি?
মডুলেশন
ডিমডুলেশন
অ্যামপ্লিফিকেশন
ফিল্টারিং
4887. নিম্নের কোন সার্কিটটি SSB-কে ডিমডুলেট করতে পারে না?
ফেজ ডিসক্রিমিনেটর
ব্যালেন্সড ডিমডুলেটর
প্রোডাক্ট ডিটেক্টর
উপরের সব কয়টি
4889. ব্যান্ডউইডথ বাড়ালে অ্যান্টেনার দৈর্ঘ্য-
কমে
বাড়ে
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
4890. Optical fiber-এর মধ্য দিয়ে signal কীসের বেগে গমন করে?
আলোর বেগে
শব্দের বেগে
তরঙ্গের বেগে
কোনোটিই নয়
4891. AM-এ 100% মডুলেশন উৎপন্ন হয়, যখন ক্যারিয়ার-
ফ্রিকুয়েন্সি সিগন্যাল ফ্রিকুয়েন্সির সমান হয়
ফ্রিকুয়েন্সি সিগন্যাল ফ্রিকুয়েন্সি অতিক্রম হয়
অ্যামপ্লিচিউড সিগন্যাল অ্যামপ্লিচিউড-এর সমান হয়
অ্যামপ্লিচিউড সিগন্যাল অ্যামপ্লিচিউড অতিক্রম হয়
4894. Radio ট্রান্সমিটারের ক্ষেত্রে Master oscillator-এর কাজ কী?
Variable frequency তৈরি করা
Low frequency তৈরি করা
Constant frequency তৈরি করা
কোনোটিই নয়
4896. UHF রেঞ্জে ফ্রিকুয়েন্সিসমূহ--- ওয়েভের মাধ্যমে বিস্তার লাভ করে।
গ্রাউন্ড
স্কাই
স্পেস
সারফেস
4898. মডুলেশনের সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি ও সর্বনিম্ন ফ্রিকুয়েন্সির পার্থক্যকে কী বলে?
Deviation Ratio
Modulation Index
Frequency Deviation
Frequency Modulation
4899. মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করে-
লং ওয়েভ অ্যান্টেনা
প্যারাবোলোয়ডাল অ্যান্টেনা
রোম্বিক অ্যান্টেনা
পেন্সিল বিম অ্যান্টেনা