Image
MCQ
4882. ব্যান্ডউইডথ বাড়ালে অ্যান্টেনার দৈর্ঘ্য-
কমে
বাড়ে
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
4883. যখন মাইক্রোওয়েভ সিগন্যালসমূহ পৃথিবীর বক্রতা অনুসরণ করে, তখন একে কী বলা হয়?
প্যারাডের অ্যাফেক্ট
ডাকটিং
ট্রোপোস্ফেরিক স্ট্যাটার
আয়োনোস্ফেরিক রিফ্লেকশন
4885. AM-এ 100% মডুলেশন উৎপন্ন হয়, যখন ক্যারিয়ার-
ফ্রিকুয়েন্সি সিগন্যাল ফ্রিকুয়েন্সির সমান হয়
ফ্রিকুয়েন্সি সিগন্যাল ফ্রিকুয়েন্সি অতিক্রম হয়
অ্যামপ্লিচিউড সিগন্যাল অ্যামপ্লিচিউড-এর সমান হয়
অ্যামপ্লিচিউড সিগন্যাল অ্যামপ্লিচিউড অতিক্রম হয়
4886. Optical fiber-এর মধ্য দিয়ে signal কীসের বেগে গমন করে?
আলোর বেগে
শব্দের বেগে
তরঙ্গের বেগে
কোনোটিই নয়
4890. Radio ট্রান্সমিটারের ক্ষেত্রে Master oscillator-এর কাজ কী?
Variable frequency তৈরি করা
Low frequency তৈরি করা
Constant frequency তৈরি করা
কোনোটিই নয়
4891. TV ট্রান্সমিটারের Picture signal-এর ক্ষেত্রে কোন মডুলেশন ব্যবহৃত হয়?
ফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
অ্যামপ্লিচিউড মডুলেশন
কোড মডুলেশন
4892. UHF রেঞ্জে ফ্রিকুয়েন্সিসমূহ--- ওয়েভের মাধ্যমে বিস্তার লাভ করে।
গ্রাউন্ড
স্কাই
স্পেস
সারফেস
4894. মডুলেশনের সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি ও সর্বনিম্ন ফ্রিকুয়েন্সির পার্থক্যকে কী বলে?
Deviation Ratio
Modulation Index
Frequency Deviation
Frequency Modulation
4895. মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করে-
লং ওয়েভ অ্যান্টেনা
প্যারাবোলোয়ডাল অ্যান্টেনা
রোম্বিক অ্যান্টেনা
পেন্সিল বিম অ্যান্টেনা
4898. SSB-তে অপ্রয়োজনীয় সাইড ব্যান্ডস দমন করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় না?
ফেজ শিফ্ট মেথড
ব্যালেন্সড মডুলেটর
ফিল্টার মেথড
কোনোটিই নয়
4899. নিম্নের কোন সার্কিটটি SSB-কে ডিমডুলেট করতে পারে না?
ফেজ ডিসক্রিমিনেটর
ব্যালেন্সড ডিমডুলেটর
প্রোডাক্ট ডিটেক্টর
উপরের সব কয়টি
4900. Practical antenna length হ্রাস করে নিচের কোনটি?
মডুলেশন
ডিমডুলেশন
অ্যামপ্লিফিকেশন
ফিল্টারিং