MCQ
4941. ফ্রিকুয়েন্সি মডুলেশনে-
ক্যারিয়ারের ফ্রিকুয়েন্সি মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিচিউড অনুসারে পরিবর্তিত হয়
ক্যারিয়ারের ফ্রিকুয়েন্সি মডুলেটিং সিগন্যালের ফ্রিকুয়েন্সি অনুসারে পরিবর্তিত হয়
ক্যারিয়ারের অ্যামপ্লিচিউড মডুলেটিং সিগন্যালের ফ্রিকুয়েন্সি অনুসারে পরিবর্তিত হয়
ক্যারিয়ারের অ্যামপ্লিচিউড মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিচিউড অনুসারে পরিবর্তিত হয়
4942. অরিজিনাল পাওয়ারের 4W-এর উপর 10 dB-এর একটি গেইন উৎপন্ন করতে প্রয়োজনীয় পাওয়ার হয়-
80 watt
40 watt
8 watt
0.4 watt
4943. যদি একটি রেডিও রিসিভারের আউটপুট পাওয়ার ডাবল করা হয়, তবে এর ভলিউম বৃদ্ধি পাবে-
2 dB
3 dB
1 dB
-3 dB
4944. Infrared TV camera ব্যবহৃত হয়-
সাধারণ উদ্দেশ্যে
Surveillance-, এ যেখানে দৃশ্যমান আলোকসংকেত পরিহার করতে হবে
যে-কোনো ধরনের Surveillance-এ
হাসপাতালে Surgical operation monitor করার জন্য
4945. যদি একটি ব্রডকাস্টিং স্টুডিওতে 100k112 ক্যারিয়ার, 100-5000Hz ফ্রিকুয়েন্সি রেঞ্জের একটি অডিও সিগন্যাল দ্বারা মডুলেটেড হয়, তবে চ্যানেলের উইডথ হবে-
4.5kHz
4.9kHz
995kHz
10kHz
4946. একটি সিম্পল CW রাডার পরিমাপ করতে পারে না-
টার্গেটের ভেলোসিটি
টার্গেটের রেজ
টার্গেটের ভিশন
টার্গেটের স্পিড
4947. যদি ইনপুট এবং আউটপুট ইম্পিড্যান্স ডেসিবেল গেইন প্রদত্ত হয়- সমান হয়, তবে
10 logo 10 V 2/V 1
20 logo10 l 2/ I 1
20 logie 10 V 2/V 1
20 log 10 V1/V2
4948. গ্রেডেড সূচক অপটিক্যাল ফাইবারে পূর্ণ প্রতিফলিত রশ্মির গতিপথ-
সরল রেখা
প্যারাবলিক
ইলিপটিক্যাল
বৃত্তাকার
4949. TV-তে চলমান ছবি (Motion picture) যার ফলশ্রুতিতে তা হচ্ছে-
একটা ছবির rapid scanning
Picture frame-গুলোর rapid scan এবং high- repetition rate
Persistence of human vision-এর ব্যবহার
খ ও গ উভ্যাই
4950. জিও সিনক্রোনাস স্যাটেলাইটের একটি অরবিট ঘুরে আসতে কত সময় প্রয়োজন?
১ ঘন্টা
১ মাস
২৪ ঘণ্টা
১ বৎসর
4951. এফএম ব্রডকাস্ট ব্যান্ড হয়-
550 হতে 1600kHz
৪৪ হতে 108kHz
৪৪ হতে 108MHz
1600kHz হতে 59.75MHz
4952. ট্রোপোক্ষেরিক লাইন-অফ-সাইট প্রোপাগেশন মোড কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় ……. ক্যারিয়ার ফ্রিকুয়েন্সিতে।
30MHz-এর চেয়ে কম
1600kHz-এর চেয়ে কম
25MHz-এর সমান
30MHz-এর বৃহত্তর
4953. একটি ব্যালেন্সড মডুলেটরের প্রধান কাজ হলো-
একটি ক্যারিয়ার ওয়েভের ব্যালেন্সড মডুলেশন উৎপন্ন করা
100% মডুলেশন উৎপন্ন করা
একটি সিঙ্গেল সাইড ব্যান্ড অথবা ডাবল সাইড ব্যান্ড সৃষ্টির লক্ষো ক্যারিয়ার সিগন্যাল দমন করা
একটি রিসিভার কর্তৃক গৃহীত নয়েজ সীমিত করা
4954. একটি এফ-এম রেডিও রিসিভার, যা একটি 91.6MHz ব্রডকাস্ট স্টেশনে টিউন করা হলে কত MHz-এর একটি ইমেজ ফ্রিকুয়েন্সি গ্রহণ করবে?
102.3MHz
113MHz
70.2MHz
80.0MHz
4955. অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহার হয়-
কপার কোর ও গ্লাস ক্ল্যাড
গ্লাস কোর ও অ্যালুমিনিয়াম ক্ল্যাড
গ্লাস কোর ও প্লাস্টিক ক্ল্যাড
প্লাস্টিক কোর ও গ্লাস ক্ল্যাড
4956. একটি প্যারাবলিক ডিশ অ্যান্টেনার বিম-উইথড ডিশ ডায়ামিটার-
হ্রাসের সাথে হ্রাস পায়
বৃদ্ধির সাথে হ্রাস পায়
বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
এর প্রভাবমুক্ত
4957. ডাইভারসিটি গেইন নির্ভর করে-
রিসিভড সিগন্যালের কম্বিনেশনের মেঘডের উপর
প্রোপাগেশন পাথের সংখ্যার উপর
উভয়টিই
কোনোটিই নয়
4958. একটি সিনক্রোনাস স্যাটেলাইট লিংকে দুটি গ্রাউন্ড স্টেশনের মধ্যবর্তী সিগন্যাল প্রোপাগেশন টাইম প্রায়-
305 মিলিসেকেন্ড
270 মিলিসেকেন্ড
135 মিলিসেকেন্ড
50 মিলিসেকেন্ড
4959. মডিউলেশনের উদ্দেশ্য-
ভিন্ন কম্পাঙ্কের সংকেতগুলোকে একত্রিত করা
ক্যারিয়ার ওয়েভের বৈশিষ্ট্যের পরিবর্তন করা
দক্ষতার সাথে কম কম্পাঙ্কের সংকেতকে দূরবর্তী স্থানে প্ররণ করা
পার্শ্ব ব্যান্ড সৃষ্টি করা
4960. এফ-এম রেডিওর জন্য স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি হয়-
10.7MHz
4.5MHz
75kHz
455kHz