MCQ
5581. সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কোন কার্ডটিকে 'V- Curve' বলা হয়?
আর্মেচার কারেন্ট বনাম আর্মেচার ভোল্টেজ
আর্মেচার কারেন্ট বনাম ফিল্ড কারেন্ট
ফিল্ড কারেন্ট বনাম ফিল্ড ভোল্টেজ
আর্মেচার ভোল্টেজ বনাম ফিল্ড ভোল্টেজ
5582. নিচের কোনটি নিজে নিজে স্টার্ট নিতে পারে?
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সবগুলো
5583. একটি 200 kVA সিঙ্গেল পেজ ট্রান্সফর্মারের টার্ন রেশিও 3000/300। ট্রান্সফর্মারের প্রাইমারিতে 500V, 50Hz সরবরাহের সাথে সংযুক্ত করা হলো। ট্রান্সফর্মারের ফুল লোড অবস্থায় সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর কারেন্টের পরিমাণ নির্ণয় কর।
100 A
4000 A
200A
কোনটি নয়
5584. খ্রি-টু-থ্রি ফেজ ট্রান্সফরমার কানেকশন নিচের কোন প্যারালাল কম্বিনেশনে সম্ভব নয়?
Υ-Υ টু Δ- Δ
Y-Y টু Y-Y
Y- Δ টু Δ- Δ
Y- Δ টু Δ-Y
5585. স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয়....
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
ডিসি মোটর
5586. ফ্রিকুয়েন্সি অব ফেজ ইন্ডাকশন মোটর নির্ণয় করা হয়-
f=PV/2
f=P/2xm
f=PN/120
f=120/PN
5587. একটি 3-Phase Synchronous Motor-এ কয়টি Slip- ring থাকে?
One-slip ring
No-slip ring
Two slip rings
Three slip rings
5588. Magnetic loss জেনারেটরের কোন অংশে হয়?
কপার তারে
ব্রাসে
লোহার অংশে
কোনোটিই নয়
5589. ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্ট থেকে নিচের কোনটি বের করা যায়?
আয়রন লস
নো-লোড কারেন্ট
সিস্টেম লস
কপার লস
5590. একটি T-T ট্রান্সফরমারের নিচের কোন ট্রান্সফরমারের সাথে প্যারালেল সংযোগ সম্ভব নয়?
V-V
Y-Y
Y- Δ
Δ- Δ
5591. একটি ট্রান্সফরমারের মুখ্য ও অনুপাত 2:5 এবং মুখ্য কুণ্ডলীতে বিভব কুণ্ডলীতে বিভব কত হবে?
40V
100V
80V
250V
5592. সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কোন কার্ডটিকে 'V- Curve' বলা হয়?
আর্মেচার কারেন্ট বনাম আর্মেচার ভোল্টেজ
আর্মেচার কারেন্ট বনাম ফিল্ড কারেন্ট
আর্মেচার ভোল্টেজ বনাম ফিল্ড ভোল্টেজ
ফিল্ড কারেন্ট বনাম ফিল্ড ভোল্টেজ
5593. The effect of a armature reaction is to-
decrease the total flux
increase the total flux
make air gape flux uniform
none of the above
5594. The back emf in a de motor-
opposes the applied voltage
aids the applied voltage
aids the armature current
none of the above
5595. একটি DC series মোটরের Armature-এর তড়িৎ- প্রবাহ যদি দ্বিগুণ হয়, তবে Motor Torque--
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
কোনো পরিবর্তন হবে না
5596. Transformer-এর রেটিং কী দ্বারা প্রকাশ করা হয়?
kW-এ
KVAR-এ
KVA-তে
ক ও খ তে
5597. একটি ৫০ Hz Induction motor-এর Speed ১০০০ rpm হলে মোটরের পোল সংখ্যা কত?
৮poles
৬ poles
8 poles
২ poles
5598. ১০ পোল এবং 50Hz এর একটি খ্রি-ফেজ * ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড খবে-
300 rpm
600 гpm
1000 rpm
1200 rpm
5599. কোন ধরনের Motor-এর no-load speed সর্বোচ্চ হয়?
Shunt motor
Series motor
Cumulative compound motor
Differntiate compound motor
5600. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের সাপ্লাই ভোল্টেজ ৫% পরিবর্তনের ফলে এর উৎপন্ন টর্কে কত পরিবর্তন হবে?
৫%
২০%
১৫%
১০%