Image
MCQ
5861. একটি স্টোরেজ ব্যাটারির আয়ুষ্কাল পরিমাপ করা হয় সাধারণত এর সংখ্যার উপর নির্ভর করে।
Ah
সেল
প্লেট
সময়
5862. সাধারণ ভোল্টাইক সেলের নেগেটিভ ইলেকট্রোড হলো-
তামা
কার্বন
সিসা
দস্তা
5863. ড্রাইসেলের ডিপোলারাইজার-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
5864. ড্রাইসেলের ইলেকট্রোলাইট হলো
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
অ্যামোনিয়াম ক্লোরাইড
সালফিউরিক অ্যাসিড
5865. একটি সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যত বেশি হবে-
ই.এম.এফ তত কম হবে
টার্মিনাল ভোল্টেজ তত কম হবে
ই.এম.এফ তত বেশি হবে
টার্মিনাল ভোল্টেজ তত বেশি হবে
5866. একটি ড্রাইসেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান-
0.2-0.4 ওহম
1.0-1.5 ওহম
2.0-2.5 ওহম
2.5-5 ওহম
5867. পোলারাইজেশন দূর করার জন্য ব্যবহৃত হয়-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
5868. সাধারণ ভোল্টাইক সেলের পাত্রটি তৈরি করা হয়-
কাচ দিয়ে
কঠিন রাবার দিয়ে
সেলুলয়েড দিয়ে
ব্যাকেলাইট দিয়ে
5869. সেলগুলো প্যারালেলে সংযোগ করা হয়-
ভোল্টেজ আউটপুট বাড়ানোর জন্য
অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য।
কারেন্ট ক্ষমতা কমানোর জন্য
কারেন্ট ক্ষমতা বাড়ানোর জন্য
5870. বয়লারের অন্যতম প্রধান অংশ হলো-
ফার্নেস কম্বাশন চেম্বার
ওয়াটার চেম্বার
বাষ্প চেম্বার
চিমনি
5871. ফ্লু গ্যাস হলো-
একপ্রকার জ্বালানি
একপ্রকার গ্যাস
একপ্রকার জ্বালানি নয়
গরম ধোঁয়া
5872. সাধারণ ভোল্টাইক সেলের পজিটিভ ইলেকট্রোড হলো-
দস্তা
সিসা
তামা
কার্বন
5873. পূর্ণ ডিসচার্জ অবস্থায় লেড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব হয়-
1.140
1.200
1.300
1.400
5874. ড্রাইসেলের পজিটিভ প্লেট হলো-
কার্বন
তামা
দস্তা
সিসা
5875. একটি ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হলো-
ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্স
ইলেকট্রোডের রেজিস্ট্যান্স
সারফেস কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স
উপরের সবগুলো
5876. একটি সেলের সাথে ওহমের একটি রেজিস্ট্যান্স সংযোগ করলে এর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পস্ কারেন্ট প্রবাহিত হয়। উক্ত সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। ওহম হলে ই.এম.এফহবে-
1.4V
IV
2.4V
5V
5877. পূর্ণ ডিসচার্জ অবস্থায় লেড অ্যাসিড ব্যাটারির ই.এম.এফ হয়-
1.8 ভোল্ট
2.2 ভোল্ট
2.0 ভোল্ট
2.5 ভোল্ট
5878. প্রাইমারি এবং সেকেন্ডারি সেলগুলোর মধ্যে প্রধান পার্থক্য হল সেকেন্ডারি সেলগুলো-
উচ্চতর ভোল্টেজ প্রদান করে
হাইড্রোজেন শোষণ করে
চার্জ করা যায়
ইলেকট্রিক এনার্জি স্টোর করে
5879. সাধারণ ভোল্টাইক সেলের ইলেকট্রোলাইট হলো-
হাইড্রোক্লোরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
অ্যামোনিয়াম ক্লোরাইড
নাইট্রিক অ্যাসিড
5880. 6-ভোল্টের একটি লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 0.1 ওহম। যদি ব্যাটারির দুটি টার্মিনাল শর্টসার্কিট করা হয়, তবে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে?
1 অ্যাম্প
6 অ্যাম্পস্
60 অ্যাম্পস্
100 অ্যাম্পস্