MCQ
6021. কোনো বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎশক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 5 × 10° Joule কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
50MW
500MW
100MW
5MW
6022. ২০১৮ সালে DESCO এলাকাতে Pick demand ছিল আনুমানিক-
1700MW
1000MW
2000MW
2500MW
6023. বাংলাদেশের Power Sector-কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
1
2
3
4
6024. Life line গ্রাহকের জন্য এককপ্রতি নতুন rate হচ্ছে-
৩.৫০ টাকা
৩.৫৭ টাকা
৪.০৫ টাকা
৩.৮৫ টাকা
6025. 881 Combind cycle power plant-এর দক্ষতা বেশি-
50%
40%
35%
30%
6026. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহার হচ্ছে-
Coal
Wind
Natural Gas
Solar
6027. পল্লিবিদ্যুৎ সমিতিগুলো কী?
সরকারি সংস্থা
অর্ধসরকারি সংস্থা
স্বায়ত্তশাসিত সংস্থা
কোনোটিই নয়
6028. বাংলাদেশের কোন অঞ্চলে বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়?
পূর্বাঞ্চলে
দক্ষিণাঞ্চলে
উত্তরাঞ্চলে
পশ্চিমাঞ্চলে
6029. কোন বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা অধিক?
সৌর
থারমাল
কম্বাইন্ড সাইকেল
বায়ু
6030. Solar PV কী ধরনের বিদ্যুৎ উৎপাদন করে?
DC
AC
উভয়- ক, খ
কোনোটিই নয়
6031. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
Liquid sodium
graphite
beryllium
সব কয়টি
6032. বাংলাদেশের আনুমানিক কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধায় আসছে?
৯৪%
৯০%
৮৫%
কোনোটিই নয়
6033. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
দিনাজপুর
6034. Nuclear Power Plant-এর কার্যপ্রণালির সাদৃশ্য হলো-
Gas Turbine Power Plant
Water Turbine Power Plant
Steam Turbine Power Plant
Diesel Power Plant
6035. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
হোমনা
বাঞ্ছারামপুর
নবীনগর
6036. ডিপিডিসি এলাকার Peak demand প্রায়-
১৬০০MW
২০০০MW
১০০০MW
১৪০০MW
6037. Load Factor= 100% মানে-
Peak load Average load
Peak load<Average load
Peak load =Average load
None
6038. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
6039. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৪টি
২৫টি
২৬টি
২৮টি
6040. ডিপিডিসি'র মোট গ্রাহক সংখ্যা প্রায়-
১১ লাখ
১৫ লাখ
১৩ লাখ
১০.৫ লাখ