EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6021. কোনো বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎশক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 5 × 10° Joule কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
50MW
500MW
100MW
5MW
6022. Load Factor= 100% মানে-
Peak load Average load
Peak load<Average load
Peak load =Average load
None
ব্যাখ্যা: ব্যাখ্যা: Average load এবং Peak load-এর অনুপাতকে load factor বলে। Load factor 100% হলে এর মান হবে। Average load Loud factor Peak Load Average load 1= Peak load Average load= Peak load
6023. কোন বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা অধিক?
সৌর
থারমাল
কম্বাইন্ড সাইকেল
বায়ু
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: কম্বাইন্ড সাইকের পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্র প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাগুলোর তুলনায় জ্বালানি সাশ্রয়ী। অর্থাৎ সমপরিমাণ জ্বালানি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র তুলনামূলক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
6025. বাংলাদেশের আনুমানিক কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধায় আসছে?
৯৪%
৯০%
৮৫%
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী = ১০০% (২১-৩- ২০২২)
6026. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। সোডিয়াম ধাতু একটি ক্ষার। এটির তাপ পরিবাহকতা তাপ স্থানান্তর ক্ষমতা বেশি।
6027. ডিপিডিসি'র মোট গ্রাহক সংখ্যা প্রায়-
১১ লাখ
১৫ লাখ
১৩ লাখ
১০.৫ লাখ
ব্যাখ্যা: নোট: ডিপিডিসির মোট গ্রাহক সংখ্যা = ১৫, ৩৮, ৮২৬ (৩১ ডিসেম্বর, ২০২১)
6028. পল্লিবিদ্যুৎ সমিতিগুলো কী?
সরকারি সংস্থা
অর্ধসরকারি সংস্থা
স্বায়ত্তশাসিত সংস্থা
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (BREB) বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। BREB-এর অধীনে পল্লিবিদ্যুৎ সমিতি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা গ্রাহক মালিকানা প্রতিষ্ঠান। যা গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়। বর্তমানে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতি আছে।
6029. বাংলাদেশের Power Sector-কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
1
2
3
4
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের পাওয়ার সিস্টেমকে তিনভাগে ভাগ করা যায়- (1) Generation sector (ii) Transmission sector (i) Distribution sector
6030. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
হোমনা
বাঞ্ছারামপুর
নবীনগর
6031. ডিপিডিসি এলাকার Peak demand প্রায়-
১৬০০MW
২০০০MW
১০০০MW
১৪০০MW
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিপিডিসির সর্বোচ্চ ডিমান্ড (জুলাই, ২০১৯) = ১৬৩৩.২০ MW (১৭-১-২০২২)
6032. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
দিনাজপুর
6034. Solar PV কী ধরনের বিদ্যুৎ উৎপাদন করে?
DC
AC
উভয়- ক, খ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোলার সিস্টেমে ফটো-ভোল্টাইক সেল ডিসি বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ ইনভার্টার-এর মাধ্যমে ডিসি-কে এসি-তে রূপান্তর করে।
6035. Nuclear Power Plant-এর কার্যপ্রণালির সাদৃশ্য হলো-
Gas Turbine Power Plant
Water Turbine Power Plant
Steam Turbine Power Plant
Diesel Power Plant
6036. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
Liquid sodium
graphite
beryllium
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে Coolant হিসেবে হেভি ওয়াটার, কার্বন ডাই-অক্সাইড, হিলিয়াম, তরল সোডিয়াম, সোডিয়াম- পটাশিয়াম অ্যালয় ব্যবহার করা হয়।
6037. 881 Combind cycle power plant-এর দক্ষতা বেশি-
50%
40%
35%
30%
ব্যাখ্যা: ব্যাখ্যা: Combind cycel overall efficiency of the system can be increased by 50-60% The overall efficiency 34% for a simple cycel, to as much as 64% for a combined cycle.
6038. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৪টি
২৫টি
২৬টি
২৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের জকিগঞ্জ।
6039. Life line গ্রাহকের জন্য এককপ্রতি নতুন rate হচ্ছে-
৩.৫০ টাকা
৩.৫৭ টাকা
৪.০৫ টাকা
৩.৮৫ টাকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১লা মার্চ, ২০২০ থেকে নতুন ট্যারিফ হার কার্যকর হয়েছে। লাইফ লাইন (০- ৫০ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট হার ৩.৭৫ টাকা।
6040. বাংলাদেশের কোন অঞ্চলে বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়?
পূর্বাঞ্চলে
দক্ষিণাঞ্চলে
উত্তরাঞ্চলে
পশ্চিমাঞ্চলে
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: বাংলাদেশের পূর্বাঞ্চলে বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়।