6028. পল্লিবিদ্যুৎ সমিতিগুলো কী?
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (BREB) বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। BREB-এর অধীনে পল্লিবিদ্যুৎ সমিতি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা গ্রাহক মালিকানা প্রতিষ্ঠান। যা গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়। বর্তমানে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতি আছে।