EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6123. Permanent magnets are normally made of-
aluminium
wrought iron
cast iron
alnico alloys
ব্যাখ্যা: ব্যাখ্যা : Permanent magnets are made from hard ferromagnetic materials such as alnilco and ferrite alloy that are subjected to special processing in a strong magnetic field during manufacture to align their internal microcrystalline structure, making them very hard to demagnetize.
6124. ৫০০ কেভি এসি ভোল্টেজ নিচের কোনটির সাহায্যে মাপা যায়?
হট ওয়‍্যার ভোল্টমিটার
ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার
মুভিং আয়রন ভোল্টমিটার
যে-কোনো একটি দিয়ে
6125. The resistance of an ideal ammeter is-.
high
more than 10kΩ
zero
infinite
ব্যাখ্যা: ব্যাখ্যা: The resistance of ammeter is tens to zero but in ideal case it is equal to zero.
6126. ডেসিবেল হলো-
পাওয়ারের রেশিও
এনার্জির রেশিও
পাওয়ারের একক
ভোল্টেজের একক
6127. একটি ডিসি মিলি-অ্যামিটার ভোল্টেজ পরিমাপের জন্য ব্যবহৃত হতে পারে--
যদি এর সাথে একটি হাই-এক্সটারনাল রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয়
যদি এর সাথে সঠিক একটি শান্ট ব্যবহার করা হয়
যদি একে লাইনের আড়াআড়িতে সংযোগ করা হয়
যদি এর টার্মিনালের আড়াআড়িতে একটি হাই- এক্সটারনাল রেজিস্ট্যান্স সংযোগ করা হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যামিটারের সাথে সিরিজে হাই-রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করলে, এটি ভোল্টমিটার-এর ন্যায় আচরণ করে।
6128. Digital instruments are those which-
have numerical read out
use LED or LCD displays
have a circuitry of digital design
none of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা: The instrument which represents the measured value in the form of the digital number (numaric number) is known is digital instruments.
6129. A current transformer has a single-turn primary and a 200-turn secondary and is used to measure a.c. current with the help of a standard 5A a.c. ammeter. This arrangement can measure a line current of up to amperes.
1000
5000
200
40
6130. The phenomena of creeping occurs in-
Ammeter
Voltmeter
Wattmeters
Watt-hour meters
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: Creeping in energy meter or watt-hour meters is the phenomenon in which the aluminium dise rotates continuously when only the voltage is supplied to the pressure coil and no current flows through the current coil.
6131. পাওয়ার ফ্যাক্টর মিটারে-
একটিমাত্র কারেন্ট কয়েল আছে
একটিমাত্র প্রেসার কয়েল আছে
একটি কারেন্ট কয়েল এবং একটি প্রেসার কয়েল আছে
কোনোটিই নেই
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর মিটারে ২টি কয়েল থাকে। যথা- (i) প্রেসার কয়েল ও (ii) কারেন্ট কয়েল।
6132. ইনস্ট্রমেন্ট সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজন-
ডিফ্লেকটিং টর্ক
ড্যাম্পিং টর্ক
ইনট্রোলিং টর্ক
সব কয়টি
6133. রেকটিফায়ার ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত হয়-
মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট
২টি ওয়‍্যার ইনস্ট্রমেন্ট
মুভিং কয়েল পারমানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্ট
ডায়নামো মিটার টাইপ ইনস্ট্রুমেন্ট
6134. The factor of a coil is resistance---- of a coil.
inversely proportional to
Independent of
directly proportional to
one of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা : The quality factor or the Q factor of an inductor at the operating frequency w is defined as the ratio of reactance of the coil to its resistance.none of the above ব্যাখ্যা : The quality factor or the Q factor of an inductor at the operating frequency w is defined as the ratio of reactance of the coil to its resistance.
6135. একটি ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট এর ড্যাম্পিং ফ্রিকশনাল হলে পয়েন্টারটি-
খুবই দ্রুত উঠানামা করে
খুবই ধীরে উঠানামা করে
স্বাভাবিকভাবে উঠানামা করে
কোনোটিই নয়
6136. The megger (Megaohmmeter) is exclusively designed for measuring-
Very high resistance
Very low resistance
Ground fault in power lines
Overload on DC motor
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: The megger instrument for measuring the insulation resistance of electrical device was introduced by the British firm of Evershed and Vignoles in 1905. It can measure very high resistance like hundreds of megaohoms range
6137. একটি এসি অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য নিম্নের কোনটি সাধারণভাবে ব্যবহৃত হয়?
একটি শান্ট
একটি কারেন্ট ট্রান্সফর্মার
একটি ক্যাপাসিটর
একটি ইন্ডাকট্যান্স
ব্যাখ্যা: ব্যাখ্যা: এসি অ্যামিটার রেঞ্জ বৃদ্ধি পেলে পরিমাপ করার জন্য কারেন্ট ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।
6138. বেশি কারেন্ট পরিমাপের জন্য একটি ডিসি অ্যামিটারের সাথে প্যারালেলে একটি শান্ট ব্যবহার করা হয়, উদ্দেশ্য-
মিটার পয়েন্টারের জন্য ড্যাম্পিং প্রদান করা
শর্ট হতে মিটারকে রক্ষা করা
মিটার কারেন্ট হ্রাস করা
অ্যামিটারের সেনসিটিভিটি বৃদ্ধি করা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিসি অ্যামিটারের সাথে শান্ট ব্যবহার করা হয় যেন মিটারে কম কারেন্ট প্রবাহিত হয়।
6139. The pointer of an indicating instrument is generally made of-
copper
silver
aluminium
soft steel
ব্যাখ্যা: ব্যাখ্যা: পয়েন্টারের আকার-আকৃতি করে। সকল ক্ষেত্রে পয়েন্টারের ওজন ও জড়তা যতদূর সম্ভব কম রাখা হয়, যাতে মুভিং সিস্টেমের বিয়ারিং-এর উপর বুঝা কম হয়। হালকা করার জন্যে অ্যালুমিনিয়ামের পাত অথবা ইনস্ট্রমেন্টের ধরনের উপর নির্ভর টিউব, পয়েন্টার হিসেবে ব্যবহৃত হয়।