Image
MCQ
6081. 'ক্ষ' যুক্তবর্ণে যে দুটো বর্ণ মেলে, তারা হলো-
ক+স
খ+ঞ
ক+ষ
খ+খ
6082. বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধানে'র সম্পাদক হলেন:
ড. মুহাম্মদ এনামুল হক
নরেন বিশ্বাস
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ড. আহমদ শরীফ
6083. 'বীরাঙ্গনা কাব্য' কোন জাতীয় কাব্য?
মহাকাব্য
গীতিকাব্য
পত্রকাব্য
মঙ্গলকাব্য
6085. সবচেয়ে বেশি চর্যাপদ রচয়িতা চর্যকার হলেন:
লুই পা
কাহ্ন পা
কুকুরী পা
ভুসুকু পা
6086. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
স্বৈরাচার বিরোধী আন্দোলন
মুক্তিযুদ্ধ
ছাত্র আন্দোলন
6087. 'তদ্ভদ' শব্দের অর্থ হলো:
সংস্কৃতের সমান
সংস্কৃত নয়
সংস্কৃত থেকে উদ্ভূত
বিদেশি শব্দ
6088. 'কবর' নাটকের পটভূমি হলো-
দেশভাগ
মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন
গণ-অভ্যুত্থান
6089. 'অভিরাম' শব্দের অর্থ কি?
বিরামহীন
চলমানতা
বালিশ
সুন্দর
6090. 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
জাপানি
স্প্যানিশ
জার্মান
আইরিশ
6091. নিচের কোনটি নাটক?
গড্ডলিকা
রক্তকরবী
সিন্ধু হিন্দোল
কালান্তর
6092. নিচের কোন বাগধারা 'পটল তোলা' বাগধারার সমার্থক?
ভূতের বাপের শ্রাদ্ধ
ভবভূতির পথে
ভবলীলা সাঙ্গ
পরের ধনে পোদ্দারি
6093. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-
প্র+ছদ
প্রৎ + ছদ
প্রচ্ছ+ দ
প্রচ্ছদ + অ
6094. নিচের কোনটি মৌলিক শব্দের উদাহারণ?
মানব
ধাতব
একাঙ্ক
গোলাপ
6095. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-
জনাকীর্ণ
জনহীন
নির্জন
জনশূন্য
6096. নিচের কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ?
চঞ্চলা
মরুৎ
ক্ষণপ্রভা
চটুল
6097. নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়?
ইনসান
ইবাদত
মর্জি
আসরফি
6098. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?
রাজিয়া খান
আনোয়ার পাশা
হাসান আজিজুর হক
শওকত আলী
6099. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
6100. কোনটি শুদ্ধ বানান?
ব্যকুল
ব্যাকুল
ব্যাকূল
ব্যকূল