Image
MCQ
6521. একটি রেজিস্ট্যান্স কর্তৃক ডাইরেক্ট কারেন্টকে প্রদত্ত বাধাকে বলে-
স্কিন ইফেক্ট
ওহমিক রেজিট্যান্স
অ্যাভারেজ রেজিস্ট
ফেরিও রেজিস্ট্যান্স
6522. যে রাশির মান এবং দিক আছে, সেই রাশিকে বলে-
স্কেলার রাশি
ভেক্টর রাশি
মিশ্র রাশি
জটিল রাশি
6523. এক অল্টারনেশনের ক্ষেত্রফলকে সময় রেখা বরাবর অল্টারনেশনের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়।
সর্বোচ্চ মান
কার্যকরী মান
গড় মান
তাৎক্ষণিক মান
6524. ভোল্টেজ তরঙ্গের অর্ধাংশকে বলে-
সাইকেল
অল্টারনেশন
ফ্রিকুয়েন্সি
পিরিয়ড
6525. পাওয়ার ফ্যাক্টর কী?
ভোল্টেজ এবং কারেন্টের কৌণিক পার্থক্যের কোসাইন
ভোল্টেজ এবং কারেন্টের অনুপাত
ভোল্টেজ এবং কারেন্টের কৌণিক পার্থক্যের সাইন
উপরের কোনোটিই নয়
6526. একটি রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে। ফেজ পার্থক্য থাকে-
360°
90°
120°
6527. একটি পরিবর্তনশীল রাশির যে-কোনো মুহূর্তের মানকে বলে-
তাৎক্ষণিক মান
সর্বোচ্চ মান
গড় মান
কার্যকরী মান
6528. একটি ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি অগ্রগামী থাকে?
180°
90°
60°
30°
6529. একটি ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি পিছনে থাকে?
90°
180
20°
6530. একটি দুই পোলবিশিষ্ট অল্টারনেটরের ভিতরে একটি পরিবাহী 360 স্পেস ডিগ্রি অতিক্রম করলে সাইকেল উৎপন্ন হয়-
360টি
4টি
2টি
1 টি
6531. পরিবাহীর উপরিভাগ দিয়ে বাধ্য হয়ে প্রবাহিত হওয়ার এসি'র এই প্রবণতাকে বলে-
ইফেক্টিভ রেজিস্ট্যান্স
ওহমিক রেজিসট্যান্স
স্কিন ইফেক্ট
অ্যাভারেজ রেজিস্ট্যান্স
6532. একটি সাইকেলের অর্ধাংশ বা এক অল্টারনেশনব্যাপী বিভিন্ন ক্ষণে অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্টের তাৎক্ষণিক মানসমূহের গড়কে বলা হয়-
কার্যকরী মান
গড় মান
সর্বোচ্চ মান
তাৎক্ষণিক মান
6533. একটি সার্কিট কর্তৃক অল্টারনেটিং কারেন্টকে প্রসং বাধাকে বলে-
ওহমিক রেজিস্ট্যান্স
স্কিন ইফেক্ট
ইফেক্টিভ রেজিস্ট্যান্স
অ্যাভারেজ রেজিস্ট্যান্স
6534. একটি ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি অগ্রগামী থাকে?
90°
180
360°
50°
6536. এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যে-কোনো পরিবর্তনে বাধা দেয়-
ইন্ডাকট্যান্স
ক্যাপাসিট্যান্স
ইম্পিড্যান্স
রেজিস্ট্যান্স
6537. ইন্ডাকটিভ কয়েলে এসি প্রবাহিত হলে ইন্ডাকট্যান্সের কারণে এর মধ্যে একটি ব্যাক ইএমএফ-এর সৃষ্টি হয়। এই ব্যাক ইএমএফ নিম্নের করা হয়। ফরমুলার সাহায্যে নির্ণয়---
Ldi/dt
L.dt/di
dt/Ldi
di/Ldt
6538. একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পিছনে (Lagging) থাকে?
30°
60°
90°
180°
6539. একটি ক্যাপাসিটরে প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি যদি হ্রাস পায়, তবে--
ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পায়
ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অপরিবর্তিত থাকে
এর রিয়‍্যাকট্যান্স হ্রাস পায়
এর রিয়াকট্যান্স বৃদ্ধি পায়
6540. একটি ইন্ডাকটরে প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি যদি বৃদ্ধি পায়, তবে-
এর রিয়াকট্যান্স হ্রাস পায়
ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পায়
এর রিয়‍্যাকট্যান্স বৃদ্ধি পায়
ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অপরিবর্তিত থাকে