6504. এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের সমান হয়, তখন সার্কিটটিকে বলা হয়-
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিরিজ রেজোন্যান্ট সার্কিটের বৈশিষ্ট্য: ১। পাওয়ার ফ্যাক্টর unity হতে হবে। ২। ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স রিয়্যাকট্যান্স সমান হবে। ৩ । সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে।