6486. সার্কিটের ভোল্টেজ বিবর্ধন উৎপাদককে বলে-
ব্যাখ্যা: ব্যাখ্যা। সিরিজ রেজোন্যান্সের ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্সের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য সাপ্লাই ভোল্টেজের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়। রেজোন্যান্সের কারণে সৃষ্ট ভোল্টেজ বিবর্ধনকে সিরিজ রেজোন্যান্ট সার্কিটের Q-factor বলে।