Image
MCQ
6561. অল্টারনেটিং Current-এর RMS-এর মান ৫ Amp হলে সর্বোচ্চ মান হবে-
১০ Amp
৭.০৭ Amp
৭.৫ Amp
কোনোটিই নয়
6562. একটি R.L..C রেজোন্যান্স সার্কিটের জন্য কোন্টি সঠিক ---
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বনিম্ন মানে থাকে
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
প্যারালাল সার্কিটে ইম্পিড্যান্স সর্বনিম্ন মানে থাকে
প্যারালাল সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
6563. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
০.৯৫ ল্যাগিং
০.৬৫ ল্যাগিং
০.৯৫ লিডিং
০.৬ লিডিং
6564. বৈদ্যুতিক লাইনে পাওয়ার ফ্যাক্টর উন্নতির জন্য ব্যবহার করা হয়-
মোটর
ক্যাপাসিটর
জেনারেটর
রিলে
6565. 100 টি 2F ধারক সমান্তরালে লাগালে তুল্য ধারকত্ব কত?
50F
200F
100F
কোনোটিই নয়
6566. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়, কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেক্টিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
6567. একটি R.L.C প্যারালাল সার্কিটে কোল্টিন্ট সঠিক?
লাইন কারেন্ট সর্বনিম্ন
লাইন কারেন্ট সর্বোচ্চ
পাওয়ার ফ্যাক্টর লিডিং
পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং
6568. Series Resonance-এর বেলায় কোনটি সত্য?
Impedance সর্বোচ্চ
Impedance সর্বনিম্ন
Power factor lagging
Power factor leading
6569. ১ ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট ১ সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ তাপ সৃষ্টি হবে, তা-
০.২৪ ক্যালরি
২৪ ক্যালরি
২.৪ ক্যালরি
২৪০ ক্যালরি
6570. ভোল্টেজ ডিভাইডার একটি-
সিরিজ সার্কিট
সংযুক্ত সার্কিট
প্যারালাল সার্কিট
রেজোন্যান্স সার্কিট
6571. একটি ক্যাপাসিটরের চার্জিং সময় নির্ভর করে—
ডাই-ইলেকট্রিক-এর উপর
কারেন্টের পরিমাণের উপর
Time constant-এর উপর
আয়তন-এর উপর
6572. সরবরাহ ফ্রিকুয়েন্সি বাড়লে একটি ইন্ডাকটিভ কয়েল এর---
রিয়্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই বাড়বে
রিয়‍্যাকট্যান্স বাড়বে, ইফেকটিভ রেজিস্ট্যান্স কমবে
রিয়্যাকট্যান্স কমবে, ইফেকটিভ রেজিস্ট্যান্স বাড়বে
রিয়‍্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই কমবে
6573. টাইম পিরিয়ড (T) ও ফ্রিকুয়েন্সি (f)-র মধ্যে সম্পর্ক কী?
T=1/f
T=1/2f
T=.85/f
T=f
6574. দুটি ১০µF ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান হবে-
১০০µF
৫.৫µF
৫.0µF
২০µF
6575. Skin effect-এর জন্য conductor-এর resistance-
কমে
একই থাকে
বাড়ে
কোনোটিই নয়
6576. ৩ ফেজ লাইনের ভোল্টেজ ৪০০ ভোল্ট হলে, এর সিঙ্গেল ফেজ ভোল্টেজ পরিমাপ কত হবে?
১৮০ ভোল্ট
২০০ ভোল্ট
২৩১ ভোল্ট
২৫০ ভোল্ট
6577. একটি তরঙ্গের পিরিয়ড (তরঙ্গদৈর্ঘ্য) ১ মিলিসেকেন্ড; তার ফ্রিকুয়েন্সি (কম্পাঙ্ক) হচ্ছে--
১ হার্টজ
১০ হার্টজ
১০০ হার্টজ
১০০০ হার্টজ
6578. ক্যাপাসিটর--- আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
ডাইনামিক চার্জ
স্ট্যাটিক চার্জ
কারেন্ট
ইলেকট্রিসিটি মলিকুল
6580. একটি 5H inductor এর কারেন্ট 0.2 sec-এ 3A পরিবর্তন হলে inductor-টির দুইপ্রান্তে কত voltage পাবে?
75V
3V
1.2V
5V