6573. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর ইউনিট হলে গ্রাহকের জন্য সবচেয়ে লাভজনক হতো, কিন্তু এটি বাস্তবে সম্ভব নয়। তবে এর মান ইউনিটি বা। এর যত কাছাকাছি হবে ততই তা লাভজনক হবে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে মান ঋণাত্মক থাকে বলে এটির মান যত বেশি হবে তত গ্রাহকের জন্য ভালো হবে।