MCQ
6601. কম্পিউটারে অভ্যন্তরীণভাবে নাম্বার সংরক্ষণ ও স্থানান্তর করা হয়-
বাইনারিতে
ডেসিমেল
ASCII-তে
হেক্সাডেসিমেলে
6602. LSI-তে থাকে-
প্রতি চিপসে 50টির অধিক গেইট
প্রতি চিপসে 100টির অধিক গেইট
প্রতি চিপসে 100০টির অধিক গেইট
প্রতি চিপসে 1000০০টির অধিক গেইট
6603. Mode-10 counter-এর অপর নাম কী?
Ripple counter
Programable counter
Decode counter
কোনোটিই নয়
6604. কোন সংখ্যাটি অক্টাল নয়?
11
56
58
77
6605. বাইনারি নাম্বারের সর্ব বামের বিটকে কী বলে?
Least significant bit
Low significant bit
Most significant bit
Medium significant bit
6606. কম্পিউট (Compute) শব্দের অর্থ কী?
হিসাব করা
গণনা করা
লেখাপড়া করা
খেলাধুলা করা
6607. নিচের কোন কাউন্টারের গতি সবচেয়ে বেশি?
রিং কাউন্টার
রিপল কাউন্টার
সিনক্রোনাস কাউন্টার
অ্যাসিনক্রোনাস কাউন্টার
6608. Counter-এর কাজ কোনটি?
Binary bit গণনা করা
Clock pulse গণনা করা
ক ও খ
কোনোটিই নয়
6609. নট গেইটের কাজ হলো-
সংকেতকে বাধা প্রদান
সংকেতকে উল্টিয়ে দেওয়া
সংকেতকে শক্তিশালী করা
সংকেতকে দুর্বল করা
6610. নিচের কোনটি Combinational logic circuit?
ইনকোডার
ফ্লিপ-ফ্লপ
কাউন্টার
রেজিস্টার
6611. I/O-এর উপর ভিত্তি করে Register কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
6612. Multiplexer-এর অপর নাম কী?
Data creator
Data generator
Data destructor
Data selector
6613. বাইনারি 1001101-কে 1's কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
0110010
1100011
1111111
1000000
6614. সিকুয়েনশিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
6615. 8085 µP-এর Address bus কত বিটের?
16
8
20
24
6616. কোনটি গণনা পদ্ধতি নয়?
ডেসিমেল
বিসিডি
হেক্সাডেসিমেল
অকট্যাল
6617. বুলিয়ান-এর ম্যাপ পদ্ধতি কে প্রস্তাব করেন?
Karnaugh
Vetich
Kemugh and Vetich
কেউ না
6618. নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ?
মেমরি
ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
এ.এল.ইউ
6619. নিচের কোনটি 8085 Flag নয়?
CF
SF
ZF
DF
6620. SSI তে থাকে-
একই ধরনের 24টি গেইট
একই ধরনের 16টি গেইট
একই ধরনের 12টি গেইট
একই ধরনের 4টি গেইট