EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6681. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং পদ্ধতি চালু হয় কত সালে?
১৯২০
১৯৩০
১৯৪০
১৯৫০
6682. থার্মোডাইনামিক্স শব্দের অর্থ কী?
গতিবিজ্ঞান
স্থিতি বিজ্ঞান
বায়ুগতিবিদ্যা
তাপবিজ্ঞান
6683. এক্সপানশন ডিভাইসের কাজ কী?
হিমায়কের তাপমাত্রা বৃদ্ধি করা
হিমায়ক নিয়ন্ত্রণ করা
হিমায়কের ময়লা পরিষ্কার করা
হিমায়কের চাপ বৃদ্ধি করা
6684. স্বয়ংক্রিয় রেফ্রিজারেশন যন্ত্র আবিষ্কার হয় কত সালে?
১৯২০
১৯২৫
১৯৩০
১৯৪০
6686. ভিতরে সংরক্ষিত বস্তু বাহির থেকে যাতে সহজেই দৃষ্টিগোচর হয় সেজন্য যে গ্লাস ব্যবহার করা হয়, তার নাম হলো-
Annealed glass
Laminated glass
Canopy glass
Tempered glass
6687. HVAC-এর অর্থ কী?
Heating Ventilation and Air Consume
Heat Ventilizer and Air Conditioning
Heating, Ventilation and Air Conditioning
Hardening Ventilation and Air Conduct
6688. Freon group of refrigerants is-
Toxic
Inflammable
Non-inflammable and toxic
Non-toxic and non-inflammable
ব্যাখ্যা: ব্যাখ্যা: The freon group of refrigerants are halocarbon refrigerants. In the actual refrigerator, vapors of freon (CCI,F) acts as a refrigerant. They are non inflammable and non-toxic.
6689. VRV-এর অর্থ কী?
Variable Refrigerant Volume
Vacuum Reducer Valve
Variable Resistance Volume
কোনোটিই নয়
6691. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ VRF-এর অর্থ কী?
Virtual Routing and Forwarding
Variable Refrigerant Flow
Vast Refrigerant Flow
কোনোটিই নয়
6692. তাপমাত্রা কী?
কোনো বস্তুর তাপীয় অবস্থা
একপ্রকার শক্তি
কোনো বস্তুর ওজন
কোনো বস্তুর অভ্যন্তরীণ গুণাগুণ
6693. Air conditioning means—
cooling
Heating
dehumidifying
All of these
ব্যাখ্যা: ব্যাখ্যা : Air conditioning system or process for controlling the temperature, humidity and sometimes the purity of the air in an interior, as of an office, theater, laboratory or house, especially one capable of cooling.
6694. আইসক্রিম কত ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়?
0°C হতে 5°C
-12°C হতে-18°C
0°C হতে-5°C
-20°C হতে-25°C
6695. তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: তাপমাত্রা অপসারণের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর তিন প্রকার। যথা- (i) ফ্রস্ট টাইপ, (ii) ডিফ্রস্ট টাইপ ও (iii) নো- ফ্রস্ট টাইপ।
6696. কোন দেশে প্রথম রেফ্রিজারেশন পদ্ধতির নিদর্শন পাওয়া যায়?
ভারত
জাপান
চীন
ইংল্যান্ড
6697. খাদ্যকে প্রথম থেকে ব্যবহারের পূর্বপর্যন্ত ১৬৪ ঠান্ডা রাখার পদ্ধতিকে কী বলে?
প্রোডাক্ট লোড
কোল্ড চেইন
প্রিকুলিং
কোল্ড স্টোরেজ
6698. As a precaution the switch which controls the geyser should be provided-
outside the bathroom
near the main switch
inside the bathroom
opposite wall of the geyser
6699. The pressure at the outlet of a refrigerant compressor is called-
Suction pressure
Discharge pressure
Critical pressure
Back pressure
ব্যাখ্যা: ব্যাখ্যা: Discharge pressure (also called high side pressure or head pressure) is the pressure generated on the output side of a gas compressor in a refrigeration or air conditioning system.
6700. প্রাচীন মিশরীয়রা রেফ্রিজারেশনের কোন পদ্ধতি আবিষ্কার করেন?
সংকোচন
ঘনীভবন
ইভাপোরেশন
বাষ্পীভবন