Image
MCQ
6702. বাতাসের প্রধান বৈশিষ্ট্য পরিমাপক যন্ত্রের নাম কী?
এয়ার সাইক্রোমিটার
স্প্রিং সাইক্রোমিটার
স্লিং সাইক্রোমিটার
কোনোটিই নয়
6703. জলীয়বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রার পরিমাপ হলো-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
6704. CFC-12, HFC-134a কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
6705. যে রেফ্রিজারেন্ট অবস্থার পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তর করে, তাকে-- বলে।
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
6706. বাতাস শুদ্ধ বা স্বাভাবিক অবস্থায় পরিমাপকৃত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
6707. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসার
কন্ডেন্সার
ব্লোয়ার
ইউপোরেটর
6708. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ CFC-এর অর্থ কী?
Community Festival Committee
Chloro-Fluoro Carbon
Combined Federal Campaign
Chrome-Fluoro Carbon
6709. ব্রাইন ওয়াটার (লবণ ও পানির মিশ্রণ), পানি ও বাতাস কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
6710. R-134a এর রাসায়নিক নাম ও সংকেত কী?
CCI3,F (ট্রাই ক্লোরো মনোফ্লোরো মিথেন)
CCI2F2 (ডাই ক্লোরো ভাই ফ্লোরো মিথেন)
CHCIF2 (মনোক্লোরো ডাই ফ্লোরো মিথেন)
C₂H₂F4 (টেট্রাফ্লোরো ইথেন)
6711. হিমায়ন পদ্ধতি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
6712. তরল প্রবাহীর প্রবাহের অভ্যন্তরীণ বাধা দেওয়াকে বলে---
রেজিস্ট্যান্স
অ্যাডিসিভিটি
ভিসকোসিটি
কোহিশন
6713. প্রিকুলিং রুমের তাপমাত্রা কত রাখা হয়?
5°C হতে 15°C
15°C হতে 24°C
24℃ হতে 35°C
35°C হতে 45°C
6714. রেফ্রিজারেশনের অর্থ কী?
তরলীকরণ
"হিমায়ন” বা ঠান্ডাকরণ
বাষ্পীকরণ
শীতাতপ নিয়ন্ত্রণ
6715. একটি ডি-হিউমিডিফায়ার সারা দিন একটি প্রমাণ সাইজের রুম থেকে কী পরিমাণ পানি অপসারণ করে?
১ থেকে ২ গ্যালন
২ থেকে ৩ গ্যালন
৩ থেকে ৪ গ্যালন
৪ থেকে ৫ গ্যালন
6717. বাতাসের মধ্যে জলীয়বাষ্পের সম্পৃক্ত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা
ভেজা বাল্ব তাপমাত্রা
ডিউ পয়েন্ট তাপমাত্রা
পরম তাপমাত্রা
6718. বাতাসে জলীয়বাষ্প ও আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করাকে কী বলে?
সম্পৃক্ত বাতাস
আপেক্ষিক আর্দ্রতা
অতিমাত্রায় সম্পৃক্ততা
শুষ্ক বাতাস
6719. এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
তাপমাত্রা নিয়ন্ত্রণ
শীতাতপ নিয়ন্ত্রণ
তরলের চাপ নিয়ন্ত্রণ
তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ
6720. পৃথিবীতে প্রথম হিমায়কের নাম কী?
ফ্রেয়ন
অ্যামোনিয়া
ইথার
সালফার ডাই-অক্সাইড