6780. ইলেকট্রিক ব্লোয়ারে কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: ইলেকট্রিক ব্লোয়ারে ক্যাপাসিটর স্টার্ট মোটর অথবা স্থায়ীভাবে সংযুক্ত একটি ক্যাপাসিটর মোটর থাকে, যার শ্যাফটে কিছু সংখ্যক ব্লেড লাগানো থাকে। যা ঘূর্ণনের মাধ্যমে ব্লোয়ারের বাইরে থেকে বাতাস টেনে আনে এবং একটি নির্দিষ্ট পথে এ বাতাসকে সবেগে আবার ব্লোয়ারের বাইরে নিক্ষেপ করে।