EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6962. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
NAND
AND
OR
EX-OR
6963. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
NAND
OR
NOR
6965. সিকুয়েন্সিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
ব্যাখ্যা: যেসব লজিক সার্কিটের আউটপুট এর ইনপুটের তাৎক্ষণিক মান এবং একই সাথে এর পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভর করে তাকে Sequential logic circuit বলে। যেমন- Fiip. Flop, Register, Counter. Flip, Flop-কে মেমরি হিসেবে ব্যবহৃত হয়।
6966. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
NAND
NOR
OR
6967. তথ্যে বা সংখ্যায় ভুল নির্ণয় করার জন্য কোন কোড ব্যবহৃত হয়?
বাইনারি কোড
BCD কোড
Hamming কোড
Excess-3 কোড
ব্যাখ্যা: Hamming code is a set of error-correction codes that can be used to detect and correct the errors that can occur when the data is moved or stored from the sender the receiver. It is technique developed by R.W. Hamming for error correction.
6968. প্যারিটি জেনারেটরে চেক করা হয়-
একটি বিট
তিনটি বিট
দুটি বিট
চারটি বিট
ব্যাখ্যা: প্যারিটি জেনারেটর চেক করা হয় ২টি বিটের মাধ্যমে (i) Even Parity, (ii) Odd Parity.
6969. একটি AND গেইটের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
সবগুলো ইনপুট LOW হলে আউটপুট HIGH হবে
সবগুলো ইনপুট HIGH হলে আউটপুট HIGH হবে
সবগুলো ইনপুট HIGH হলে আউটপুট LOW হবে
কোনোটিই নয়
6971. The minimum dielectric stress in a cable is at-
conductor
surface centre of conductor
lead sheath
none of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা: Equation of Resistivity of a wire is- So, resistivity of wire is directly proportional to cross section area (A) and inversly proportional to length (L) of wire.
6972. কারনু ম্যাপে সর্বোচ্চ চলকের সংখ্যা-
6
4
8
9
ব্যাখ্যা: বিজ্ঞানী মরিস কারনফ (Moris karnough) বুলিয়ান সমীকরণকে সমাধান করার জন্য একটি ম্যাপ পদ্ধতি উদ্ভাবন করেন, এই ম্যাপকে Karnough Map বা K-Map বলে। K- Map কতগুলো বর্গাকৃতি ঘরের সমন্বয়ে তৈরি।
6973. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PVγ =constant
PV0 = constant
PV∝ = constant
ব্যাখ্যা: রুদ্ধতাপীয় প্রক্রিয়া (রিভারসিবল এডিয়াবেটিক প্রসেস)-এর ক্ষেত্রে, PVγ = constant এই সূত্র ব্যবহৃত হয়।
6974. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা: COP সবসময় 1-এর বেশি হয়। [COP>1] (ক) রেফ্রিজারেশনের COP হয় 1-এর বেশি। [COPR > 1] (খ) হিট পাম্পের COP হয় COPR-এর বেশি। [COPH > COPR .: COPH > COPR> 1
6977. যে-কোনো মুহুর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো-
ওয়াটার লেবেল ইন্ডিকেটর
ফিড চেক ভাল্ড
ব্লো-অফ কক
স্টপ ভালভ
ব্যাখ্যা: বয়লারের ভেতরের পানির লেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে।
6979. কোনটি বয়লার মাউন্টিং?
সেফটি ভালভ
ইকোনোমাইজার
সুপারহিটার
কোনোটিই নয়
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mountings) : (ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator) (খ) প্রেসার গেজ (Pressure gauge) (গ) সেফটি ভালভস (Safety valves) (ঘ) স্টপ ভালভস (Stop valves) (ঙ) ফিড চেক ভালভস (Feed check valves) (চ) ফিউজিবল প্লাগ (Fusible plug)। বয়লার অ্যাকসেসরিজ (Boiler accessories) : (ক) ফিড পাম্প (Feed pump) (খ) সুপারহিটার (Superheater) (গ) ইকোনোমাইজার (Economizer) (ঘ) এয়ার প্রিহিটার (Air preheater) (চ) ইনজেক্টর (Enjector) |