Image
MCQ
7001. যদি কোনো সার্কিটে Q-একক চার্জ V-ভোল্ট বৈদ্যুতিক চাপে। সেকেন্ড সময়ে প্রবাহিত হয়, তবে কাজের পরিমাণ হয়-
W = VQ
W=VQ/t
W=Vt/Q
W=Qt/V
7002. অপরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?
10^6 টি
10^7টি
10^8 টি
10^9 টি
7005. কারেন্ট, রেজিস্ট্যান্স ও সময়ের মধ্যে সম্পর্ক নির্দেশক সূত্রের নাম লেখ।
ওহমের সূত্র
লেন্সের সূত্র
ফ্যারাডের সূত্র
জুলের সূত্র
7006. পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?
10^20 টি
10^25 টি
10^27 টি
10^28 টি
7007. কোনো কারখানার সব বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য 22kW প্রয়োজন। 220V লাইনের মূল লাইনে উদ্ভূত কত প্রবাহ ধারণক্ষম তার লাগবে?
10A
100A
22A
48A
7008. তার বা ক্যাবলের ইন্সুলেশন উঠানোকে কী বলা হয়?
স্কিনিং
টাইনিং
স্ক্র্যাপিং
সোল্ডারিং
7010. 100W-200V মাপের একটি বৈদ্যুতিক বাল্বকে 160V লাইনের সাথে সংযুক্ত করলে শক্তি ব্যয়ের পরিমাণ কত হবে?
64W
100W
80W
160W
7011. 50 Ω রোধের ভিতর দিয়ে 2A প্রবাহ 100 sec চালনায় 0°C তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 48°C-এ উন্নীত হবে?
500g
300g .
99.20g
176g
7012. বৈদ্যুতিক শক্তি বা পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম কী?
ওহমমিটার
ভোল্টমিটার
অ্যামিটার
ওয়াটমিটার
7013. তারের উপরের কোটিং উঠানোকে কী বলে?
স্ক্র্যাপিং
টাইনিং
স্কিনিং
সোন্ডারিং
7015. একটি ভেরিয়েবল ক্যাপাসিটর সেটি, যার ক্যাপাসিট্যান্স-
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়
ভোল্টেজ প্রয়োগের সাথে পরিবর্তিত হয়
যান্ত্রিক উপায়ে পরিবর্তন করা যেতে পারে
ডাই-ইলেকট্রিক পরিবর্তন করে পরিবর্তন করা যেতে পারে
7016. একটি বৈদ্যুতিক হিটার 220 volt সরবরাহ লাইন থেকে 2 amps প্রবাহ গ্রহণ করে। হিটারটি 400 ঘণ্টা ব্যবহারে কত kWh ব্যয় হবে?
76
100
276
176
7017. ওভারহেড লাইনের যেখানে পর্যাপ্ত টান খায়, সেখানে কোন জয়েন্ট করা হয়?
ব্রিট্যানিয়া
ওয়েস্টার্ন
T জয়েন্ট
পিগ টেইল
7018. যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস পায়, তবে সেটির রেজিস্ট্যান্সে কী তারতম্য ঘটবে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
স্থির
শূন্য
7020. Two charged spheres of radii 10cm and 15cm are connected by a thin wire. No current will flow if they have-
the same charge
the same energy
the same field on their surface
the same potential