Image
MCQ
8941. ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
রক্ত পদ্ম
মাকড়সা
ফেরি আসছে
কবর
8942. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
বেঙ্গল গেজেট
দিগদর্শন
বঙ্গদূত
সমাচার দর্পণ
8943. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হচ্ছে-
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহাম্মদ সগীর
দৌলত কাজী
8944. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
8945. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরণের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরিত্যমূলক বাক্য
8946. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
ফরাসি
8947. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
আঞ্চলিক ভাষা
8948. বাংলা ভাষায় কয় প্রকারের উপসর্গ আছে?
দুই প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার
8949. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক?
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
আব্দুল্লাহ
লালসালু
8950. 'কাদম্বিনী' শব্দের অর্থ কি?
নদী
হীত কামনা
মেঘমালা
বলহীনা
8951. স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
স্ব+ আগত
সা + আগত
সৃ+ আগত
8955. ষাট গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
হিন্দু রীতি
মোঘল
সুলতানি
আধুনিক
8956. 'পহেলা' কোন ধরণের শব্দ?
সংখ্যা বাচক
গণনা বাচক
পূরণ বাচক
তারিখ বাচক
8958. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" গানটির রচয়িতা-
আবদুল লতিফ
আলতাফ মাহমুদ
আব্দুল গাফফার চৌধুরী
শামসুর রাহমান
8959. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
প্রত্যয়
ধাতু
অনুসর্গ
বিভক্তি
8960. 'অচলা' কোন উপন্যাসের চরিত্র?
দত্তা
দেনা পাওনা
চরিত্রহীন
গৃহদাহ