EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10621. 'পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার' এক কথায় বলা হয়-
পূর্বসুরী
জাতিস্মর
পাণ্ডিতস্য
তীক্ষ্মধী
10622. যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে, নিজের নামে চালায়, তাকে বলা হয়-
লিপিকার
কুসীদজীবী
নকলবাজ
কুম্ভীলক
10623. রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন, তাদের বলা হত-
অনুবাদক
লিপিকার
লেখক
নকলনবিশ
10624. The word 'electorate' means-
election office
a body of voters
many elections
candidates
ব্যাখ্যা: Hints: Electorate অর্থ নির্বাচকমণ্ডলী। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী
10625. The word 'ecological' is related to -:
Demography
Pollution
Atmosphere
Environment
ব্যাখ্যা: Hints: Ecological অর্থ বাস্তুবিদ্যা সংক্রান্ত/পরিবেশ সংক্রান্ত।
10626. যা আঘাত পায়নি' বাক্যের এক শব্দের প্রকাশ
অনঘাত
অনিরুদ্ধ
অনাঘাত
অনাহত
10627. To 'raise ones brows' indicates-
Annoyance
disapproval
indifference
surprise
10628. The people who carry a coffin at a funeral are called-
Undertakers
Supporters
Pallbearers
moumers
ব্যাখ্যা: Hints: যারা coffin বা শবাধার বহন (carry) করে তাদেরকে বলা হয় pallbearer।
10629. 'যার কিছু নাই' এক কথায় প্রকাশ করলে হবে-
ভিখারী
দরিদ্র
হৃতসর্বস্ব
অকিঞ্চন
10630. A 'pilgrim' is a person who undertakes a journey to a-
A new country
Holy place
Bazar
Mosque
ব্যাখ্যা: Hints: Pilgrim অর্থ তীর্থযাত্রী, যারা সাধারণত কোনো পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করে।
10631. The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Shoulders
Head
Forehead
Eyebrows
10632. A person who writes about his own life writes-.
A biography
A diary
A chronicle
An autobiography
10633. 'কর্ম সম্পাদনে পরিশ্রমী / অতিশয় দক্ষ' বাক্যের সংক্ষিপ্ত রূপ-
কর্মী
কর্মনিষ্ঠ
কর্মঠ
কর্মোদ্যমী
10634. 'পা ধুইবার জল' সংকোচন করলে কী হয়?
পঙ্কজ
প্রিয়ংবদা
পাদক
পাদ্য
10635. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
ক্লান্তিহীন
অক্লান্ত
অক্লান্তকর্মী
অবিশ্রাম
10636. 'যা অবশ্যই ঘটবে'-
সম্ভাবনাময়
দুর্নিবার
অবশ্যম্ভাবী
সম্ভাব্য
10637. Time after twilight and before night-
Evening
Dawn
Dusk
Eclipse
ব্যাখ্যা: Hints: Twilight (গোধূলি)-এর পরবর্তী কিন্তু night (রাত্রি)-এর পূর্ববর্তী সময় বা time- কে Dusk বা সন্ধ্যার প্রাক্কাল বলে।
10638. Stockings are-- socks.
long
small
big
short
ব্যাখ্যা: Hints: Stockings অর্থ হলো হাটু পর্যন্ত বা তার ওপর পর্যন্ত লম্বা মোজা।
10639. 'Paediatric' relates to the treatment of:
Adults
Children
Women
Old people
ব্যাখ্যা: Hints: Paediatric- শিশু চিকিৎসা। কাজেই এটি Children-এর সাথে সম্পর্কিত।
10640. 'যা বপন করা হইয়াছে'- এটি নিম্নের কোন শব্দটিতে সংক্ষেপিত হয়েছে?
সুপ্ত
উপ্ত
গুপ্ত
লুপ্ত