Image
MCQ
13064. লন্ডনের 'Fleet Street' কিসের জন্য সমধিক পরিচিত?
ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহ অবস্থিত বলে
মাদাম তুসোর Wax মিউজিয়াম সেখানে অবস্থিত বলে
এ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সেখানে অবস্থিত বলে
ব্রিটিশ পার্লামেন্ট ভবন সেখানে অবস্থিত বলে
13068. FARC গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে?
পেরু
কলম্বিয়া
চিলি
কোস্টারিকা
13070. 'টুপাক আমারু' কি?
একটি দর্শনীয় স্থান
পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
একজন বিখ্যাত পন্ডিত
একটি ফলের নাম
13071. 'বার্নামা' কোন দেশের সংবাদ সংস্থা?
ইন্দোনেশিয়া
ব্রুনাই দারুস-সালাম
মালয়েশিয়া
সিঙ্গাপুর
13074. ইন্টারফ্যাক্স হল-
চীনের একটি বার্তা সংস্থা
রাশিয়ার একটি বার্তা সংস্থা
কোরিয়ার একটি বার্তা সংস্থা
জাপানের একটি বার্তা সংস্থা
13075. 'আনতারা' কি?
একটি কাব্যগ্রন্থ
তুরস্কের দৈনিক পত্রিকা
মিশরের একটি সংগঠন
ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা
13080. 'সাইনিং পাথ' হচ্ছে-
হন্ডুরাসের রাজনৈতিক দল
নেপালের গেরিলা সংগঠন
নিকারগুয়ার রাজনৈতিক দল
পেরুর গেরিলা সংগঠন