Image
MCQ
13601. ভেটো কী?
গ্রিক শব্দ আমি নিরপেক্ষ
ফ্রেঞ্চ শব্দ আমি ভোট দিলাম
ল্যাটিন শব্দ আমি মানি না
ইংরেজি শব্দ আমার সমর্থন আছে
13602. ভেটো ক্ষমতা কী?
ভোট প্রয়োগ না করার প্রথা
প্রস্তাব উত্থাপন করার ক্ষমতা
ভেটো প্রয়োগকারী বিরোধীতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
ভেটো প্রয়োগকারী সমর্থন করলে সংখ্যাগরিষ্ঠ ভোট বিপক্ষে গেলেও প্রস্তাব পাস হবে
13603. পলাশীর যুদ্ধ কখন হয়েছিল?
২৩ জুন, ১৭৫৭
২৫ জুলাই, ১৭৫৭
১৫ আগস্ট, ১৮৫৮
২৫ আগষ্ট, ১৮৫৮
13607. ১৭৫৭ সালে কী সংঘটিত হয়েছিল?
ফরাসী বিপ্লব
সিপাহি বিদ্রোহ
পলাশীর যুদ্ধ
পানিপথের যুদ্ধ
13609. কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
পলাশীর যুদ্ধ
পানিপথের যুদ্ধ
বক্সারের যুদ্ধ
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ
13610. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন-
১ মাস
১ বছর
২ মাস
২ বছর
13611. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা রাখে কতজন সদস্য?
১৫
কোনোটিই নয়
13612. জাতিসংঘে কোন দেশের ভেটো ক্ষমতা নেই?
চীন
ফ্রান্স
জার্মানি
যুক্তরাজ্য
13613. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ---
রাশিয়া
জার্মানি
ফ্রান্স
চীন
13614. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা---
৫ জন
১০ জন
৬ জন
৮ জন
13615. নিচের কোনটি জি-৪ সদস্য দেশ?
ফ্রান্স
রাশিয়া
চীন
জার্মানি (ভারত, ব্রাজিল, জাপান)
13616. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হোন?
১ বছর
৯ মাস
২ বছর
৩ বছর
13617. জাতিসংঘের Economic and Social Council কে সংক্ষেপে কী বলে?
ECOSOC
ECOSC
EOSC
ESC
13618. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব পর্যায়ক্রমে সদস্যদের মধ্যে আবর্তিত হয়—
প্রতি মাসে
প্রতি তিন মাসে
প্রতি ছয় মাসে
প্রতি বছরে
13619. জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য কোন ব্যাপারে ভেটো প্রয়োগ করতে পারেন?
পদ্ধতিগত ব্যাপারে
অ-পদ্ধতিগত ব্যাপারে
ক ও খ উভয়ই
কোনো ব্যাপারেই না
13620. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি কত সময়ের জন্য সভাপতিত্ব করেন?
১ মাস
১ বছর
২ মাস
২ বছর