MCQ
13941. নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?
জাপান
যুক্তরাজ্য
চীন
মার্কিন যুক্তরাষ্ট্র
13942. সার্কের অষ্টম সদস্য দেশ কোনটি?
আফগানিস্তান
জাপান
চীন
ইরাক
13943. সার্কের বর্তমান মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নরেন্দ্র মোদি
ইসালা রুয়ান রাকুন
13944. নিচের কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না?
আকবর
বাহাদুর শাহ
ঈশা
বাবর
13945. Which one of the SAARC countries has highest GDP (PPP) per capita?
Srilanka
Maldives
India
Bhutan
13946. সার্কের পর্যবেক্ষক দেশ কতটি?
৫
৭
৮ (৮টি দেশ ও ১টি সংস্থা)
৯
13947. কোনটি সার্কের সদস্য দেশ নয়?
শ্রীলংকা
আফগানিস্তান
মিয়ানমার
মালদ্বীপ
13948. ৮. কার শাসনামলে সুউচ্চ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়?
মুহাম্মদ ঘুরী
শামসউদ্দিন ইলতুৎমিশ
বলবন
কুতুবউদ্দিন আইবেক
13949. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
দিল্লি
আগ্রা
ইয়াঙ্গুন
লাহোর
13950. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
ঢাকা, বাংলাদেশ
নয়াদিল্লী, ভারত
কলম্বো, শ্রীলংকা
কাঠমান্ডু, নেপাল
13951. শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
শ্রীলংকা
ভুটান
নেপাল
ভারত
13952. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় -
গোয়ায়
আন্দামানে
থাইল্যান্ডে
রেঙ্গুনে
13953. সার্কের সদস্য দেশ কয়টি?
৬
৭
৮
৯
13954. সার্ক দেশগুলোর মধ্যে জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম দেশ--
ভারত
মালদ্বীপ
শ্রীলংকা
ভুটান
13955. আফ্রিকার কোন দেশটি সার্কের পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে—
দক্ষিণ আফ্রিকা
নাইজেরিয়া
জিম্বাবুয়ে
মরিশাস
13956. The Government has extended currency swap facility to—
SAARC
G-20
ASEAN
NAFTA
13957. সার্কের প্রথম নারী মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নাজমুন আরা সুলতানা
সুফিয়া খাতুন
13958. সার্ক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ / জনসংখ্যা ও আয়তনে সার্কের ক্ষুদ্রতম দেশ/সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শিক্ষার হারের দেশ---
নেপাল
ভুটান
শ্রীলংকা
মালদ্বীপ
13959. সার্কের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
আবুল আহসান
মনমোহন সিং
শওকত আজিজ
চেনকিয়াব দর্জি
13960. সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?
নেপাল
পাকিস্তান
শ্রীলঙ্কা
বাংলাদেশ