Image
MCQ
13941. নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?
জাপান
যুক্তরাজ্য
চীন
মার্কিন যুক্তরাষ্ট্র
13943. সার্কের বর্তমান মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নরেন্দ্র মোদি
ইসালা রুয়ান রাকুন
13948. ৮. কার শাসনামলে সুউচ্চ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়?
মুহাম্মদ ঘুরী
শামসউদ্দিন ইলতুৎমিশ
বলবন
কুতুবউদ্দিন আইবেক
13950. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
ঢাকা, বাংলাদেশ
নয়াদিল্লী, ভারত
কলম্বো, শ্রীলংকা
কাঠমান্ডু, নেপাল
13951. শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
শ্রীলংকা
ভুটান
নেপাল
ভারত
13952. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় -
গোয়ায়
আন্দামানে
থাইল্যান্ডে
রেঙ্গুনে
13954. সার্ক দেশগুলোর মধ্যে জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম দেশ--
ভারত
মালদ্বীপ
শ্রীলংকা
ভুটান
13955. আফ্রিকার কোন দেশটি সার্কের পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে—
দক্ষিণ আফ্রিকা
নাইজেরিয়া
জিম্বাবুয়ে
মরিশাস
13957. সার্কের প্রথম নারী মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নাজমুন আরা সুলতানা
সুফিয়া খাতুন
13958. সার্ক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ / জনসংখ্যা ও আয়তনে সার্কের ক্ষুদ্রতম দেশ/সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শিক্ষার হারের দেশ---
নেপাল
ভুটান
শ্রীলংকা
মালদ্বীপ
13959. সার্কের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
আবুল আহসান
মনমোহন সিং
শওকত আজিজ
চেনকিয়াব দর্জি