Image
MCQ
15122. ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন—
শাহ সুজা
শায়েস্তা খান
মীর জুমলা
সুবাদার ইসলাম খান
15123. বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে?
পাহাড়পুর
ময়নামতি
মহাস্থানগড়
রাজশাহী
15124. লালবাগ কেল্লার আদি নাম—
বিবি পরির দুর্গ
আজম দুর্গ
আওরঙ্গবাদ দুর্গ
শায়েস্তা খান দুর্গ
15126. নিচের কোনটি লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত?
বড় কাটরা
ছোট কাটরা
ষাট গম্বুজ মসজিদ
পরি বিবির মাজার
15127. কোন মুগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
আকবর
শাহজাহান
জাহাঙ্গীর
আওরঙ্গজেব
15128. 'বেহুলার বাসর ঘর' কোথায় অবস্থিত?
ময়নামতি, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
15129. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যা বিবি পরি'র আসল নাম –
ইরান দুখত
জাহানারা
মরিয়ম
বিবি পরি
15130. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
মহাস্থানগড়, বগুড়া
শাহজাদপুর, সিরাজগঞ্জ
কেন্দুয়া, নেত্রকোণা
রামপাল, বাগেরহাট
15131. ঢাকা শহরের প্রধান মুগল স্থাপত্য কোনটি?
বর্ধমান হাউস
লালবাগ কেল্লা
আহসান মঞ্জিল
বড় কাটরা
15132. বাংলাদেশের কোন জেলায় শাহ সুলতান বলখী ইসলাম প্রচার করেন?
বগুড়া জেলায়
রাজশাহী জেলায়
দিনাজপুর জেলায়
রংপুর জেলায়
15135. বিবি পরি কে ছিলেন?
আওরঙ্গজেবের কন্যা
শায়েস্তা খানের কন্যা
মুর্শিদকুলি খানের
স্ত্রী আজিমুসশানের মাতা
15137. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? /দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
যুবরাজ মোহাম্মদ আযম
ইসলাম খান
শায়েস্তা খান
মীর জুমলা
15138. 'বৈরাগীর ভিটা' অবস্থিত?
ময়নামতি, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
15139. 'পরশুরামের প্রাসাদ' কোথায় অবিস্থত? / 'পরশুরামের প্যালেস' কোথায় অবিস্থত?
আনন্দ বিহার, কুমিল্লা
মহাস্থানগড়, বগুড়া
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
ময়নামতি, কুমিল্লা
15140. 'শীলাদেবীর ঘাট কোথায় অবিস্থত?
উয়ারী-বটেশ্বর,নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
আনন্দ বিহার, কুমিল্লা
ময়নামতি, কুমিল্লা