EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
15201. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?
সাঁওতাল
চাকমা
মারমা / মগ
রাখাইন
15202. ফাল্গুনী পূর্নিমা কাদের ধর্মীয় উৎসব?
চাকমাদের
হিন্দুদের
খ্রিস্টানদের
বৌদ্ধদের
15203. কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক?
ত্রিপুরা
মনিপুরী
সাঁওতাল
চাকমা
15204. Which of the following statements is correct?
If I am a bird
If I was a bird
If I a bird
If I were a bird
ব্যাখ্যা: If + sub + be verb আসলে সবসময় were বসে। সুতরাং সঠিক বাক্যটি হলো If I were a bird।
15205. মারমা বা মগরা বাংলাদেশের কোথায় বাস করে?
বান্দরবান
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
ময়মনসিংহ
15206. The correct sentence is-
The girl laughed and entered the room.
The girl entered the room laughing.
The girl laughed entering the room.
The girl laughingly entered the room.
ব্যাখ্যা: সঠিক বাক্য হলো The girl entered হাসতে কক্ষে প্রবেশ করলো। The girl entered the room laughing. The girl laughingly entered the room. the room laughing যার অর্থ মেয়েটি হাসতে
15207. Which of the following sentences is correct?
He started at six of the morning.
He started on six at the morning.
He started at six in the morning.
He started on six in the morning.
ব্যাখ্যা: সময়ের পূর্বে at এবং the morning, the evening, the afternoon-এর পূর্বে in বসে। সুতরাং সঠিক বাক্যে He started at six in the morning!
15208. মারমা বা মগদের ধর্মীয় ভাষা কোনটি?
সাদ্রি
মুন্ডা
পালি
বাগদি
15209. Choose the correct sentence:
One and a half hour is a long time
One and a half hours is a long time
One and a half hour are a long time.
One and half hour is a long time.
ব্যাখ্যা: One and a half + Plural noun (time) থাকার কারণে verb singular হবে। সুতরাং একমাত্র সঠিক বাক্য One and a half hours is a long time
15210. মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?
চিম্বুক পাহাড়
লালমাই পাহাড়
গারো পাহাড়
কুলাউড়া পাহাড়
15211. কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
মারমা
খাসিয়া
সাঁওতাল
গারো
15212. :
Between you and I, I doubt that be will come.
Between you and I, I doubt that he would come.
Between you and me, I doubt that he will come.
Between you and me, I doubt that be would come.
ব্যাখ্যা: Preposition, between-এর পর pronoun-এর objective form বসে। আর that- এর পূর্বে যেহেতু verb-এর present form ব্যবহৃত হয়েছে সুতরাং that-এর পর future tense বসবে। সুতরাং সঠিক বাক্য Between you and me, I doubt that he will come !
15213. .
I have never heard that kinds of excuse.
I have never heard these kinds of excuse.
I have never heard that sorts of an excuse.
I have never heard that kind of excuse.
ব্যাখ্যা: That kind of excuse হলো সঠিক শব্দসমষ্টি যার অর্থ-এ ধরনের অজুহাত। That kind of + singular noun আর those kinds of plural noun হলো সঠিক phrase সুতরাং একমাত্র সঠিক বাক্য: I have never heard that kind of excuse.
15214. চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী?
হিন্দু প্রকৃতি
পূজারী
বৌদ্ধ ধর্ম
খ্রিস্টান
15215. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
সাঁওতাল
চাকমা
মারমা / মগ
রাখাইন
15216. :
It had been raining all day today.
It was raining all day today.
It rains all day today.
It has been raining all day today.
ব্যাখ্যা: বাক্যে all day today থাকাতে বোঝা যাচ্ছে যে বাক্যটি present perfect continuous tense হবে। সুতরাং সঠিক বাক্য It has been raining all day today যার অর্থ আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। . One and a half hour is a long time. One and a half hours is a long time.
15217. Identify the correct sentence-
If anyone calls, take her name
If anyone calls, take their name
If anyone calls, take his name
If anyone calls, take their names
ব্যাখ্যা: Anyone-এর possessive adjective হলো her/his। কিন্তু বাক্যটি দ্বারা পুরুষ বা নারী বোঝা না গেলে their ব্যবহার করতে হবে আর their-এর পর name না বসে names বসবে। সুতরাং সঠিক বাক্য if anyone calls, take their names
15218. Choose the correct sentence:
The man that said that was a fool.
The man who said that was a fool.
The man, which said that was a fool.
The man whom said that was a fool.
ব্যাখ্যা: ব্যক্তিবাচক noun-এর relative pronoun হিসেবে who ব্যবহৃত হয়। Who-এর পর সরাসরি verb আসে আর whom-এর পরে আসে noun বা pronoun। সুতরাং সঠিক বাক্যটি হলো The man who said that was a fool!
15219. চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি?
বিজু
ওয়াংগালা
সান্দ্রে
সাংগ্রাই
15220. মারমা উপজাতির পারিবারিক কাঠামো—
মাতৃতান্ত্রিক
ভ্রাতৃতান্ত্রিক
পিতৃতান্ত্রিক
ভগ্নিতান্ত্রিক