EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
15801. 'সংশপ্তক' ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
রাজশাহী বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
15802. Find out the correct sentence.
It is raining since four days
It has been raining for four days
It is raining for our days
It has been raining since four days
ব্যাখ্যা: ব্যাপক সময় (for four days) উল্লেখিত বাক্য present perfect continuous tense হয়। Present perfect continuous tense-এ নির্দিষ্ট ( point of time) সময় বা সাল থাকলে এর পূর্বে since এবং ব্যাপক (period of time) সময় উল্লেখ থাকলে for বসে। (ক) এবং (গ) অপশনের বাক্যে preposition (since) এবং tense-এর ভুল ব্যবহার আছে। এবং (ঘ) অপশনের বাক্যে four days (ব্যাপক সময়) এর পূর্বে since না হয়ে for থাকলে এ বাক্যটিও সঠিক হতো। অতএব (খ) অপশনের বাক্যটি সঠিক।
15803. ঢাকার মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
শামীম শিকদার
হামিদুজ্জামান খান
হামিদুর রহমান
মোস্তফা হারুন কুদ্দুস হিলি
15804. Choose the correct sentence
He speaks English like English
He speaks the English like English
He speaks English like the English
He speaks the English like the English
ব্যাখ্যা: ভাষার পূর্বে কোনো article বসে না আর English জাতি বোঝাতে এর পূর্বে the বসবে। সুতরাং সঠিক উত্তর He speaks English like the English যার অর্থ সে ইংরেজদের মত ইংরেজিতে কথা বলে।
15805. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে স্থাপিত ভাস্কর্য 'সংশপ্তক' এর ভাস্কর কে?
আবদুর রাজ্জাক
মৃনাল হক
হামিদুজ্জামান খান
শামীম শিকদার
15806. Select the correct sentence:
He has come home yesterday.
He came home yesterday.
He had come home yesterday.
He would come home yesterday.
ব্যাখ্যা: অতীত নির্দেশক শব্দ 'yesterday' বাক্যে উল্লেখ থাকলে বাক্যটি past indefinite tense হয়। সুতরাং সঠিক বাক্য: He came home yesterday!
15807. 'শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
ঢাকা সেনানিবাসে
সোহরাওয়ার্দী উদ্যানে
শেরে বাংলা নগরে
সাভারে
15808. Which of the following sentences is correct?
He had been hung for murder.
He was hung for murder.
He was hanged for murder.
He was hunged for murder.
ব্যাখ্যা: Hang (ফাঁসি দেয়া; ফাঁসি হওয়া অর্থে)-এর past participle হলো hanged। সুতরাং সঠিক বাক্য He was hanged for murder যার অর্থ হত্যার জন্য তাকে ফাঁসি দেয়া হলো।
15809. 'মুজিবনগর স্মৃতিসৌধ' কোন জেলায় অবস্থিত?
কুষ্টিয়া
বাগেরহাট
যশোর
মেহেরপুর
15810. কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ?
ভারত
জাপান
ফ্রান্স
কানাড়া
15811. 'মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি কে?
সৈয়দ আবদুল্লাহ খালেদ
হামিদুর রহমান
মঈনুল হোসেন
তানভীর কবির
15812. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 'সংশপ্তক' ভাস্কর্যটির বিষয়বস্তু কী?
ভাষা আন্দোলন
গনঅভভুথান
মুক্তিযুদ্ধ
স্বৈরাচারবিরোধী আন্দোলন
15813. রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধের নকশাবিদ বা ডিজাইনার—
নিতুন কুণ্ডু
মৃণাল হক
হামিদুর রহমান
ফরিদউদ্দিন ও জামি আল সাফি
15814. শিখা অনির্বাণ' ও 'শিখা চিরন্তন অবস্থিত যথাক্রমে
ঢাকা সেনানিবাসে ও সোহরাওয়ার্দী উদ্যানে
সোহরাওয়ার্দী উদ্যানে ও ঢাকা সেনানিবাসে
ঢাকা সেনানিবাসে ও চট্টগ্রাম সেনানিবাসে
সাভার স্মৃতিসৌধে ও বগুড়া সেনানিবাসে
15815. নিচের কোন ভাস্কর্যটি হামিদুজ্জামান খান নির্মাণ করেছেন?
সাবাস বাংলাদেশ
সংশপ্তক
রক্তিম নিঘর
অপরাজেয় বাংলা
15816. Which one is correct?
You, he and I am present
He, You and I am present
I, you and he are present
You he and I are present
ব্যাখ্যা: দোষ না বুঝিয়ে কোনো বাক্যে বিভিন্ন person থাকলে প্রথমে 2nd person তারপর 3rd person এবং সর্বশেষে 1st person বসে। আর verb হিসেবে are বসে। সুতরাং সঠিক বাক্য You, he and I are present
15817. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
শামীম শিকদার
অলক রায়
আলাউদ্দীন বুলবুল
কোনোটিই নয়
15818. 'সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী বা ভাস্কর কে?
হামিদুজ্জামান
নিতুন কুণ্ডু
মৃণাল হক
শামীম শিকদার
15819. 'শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে?
শামীম শিকদার
অলক রায়
আলাউদ্দীন বুলবুল
কোনোটিই নয়
15820. 'শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?
সোহরাওয়ার্দী উদ্যানে
মুজিবনগরে
ঢাকা সেনানিবাসে
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে