15802. Find out the correct sentence.
It is raining since four days
It has been raining for four days
It is raining for our days
It has been raining since four days
ব্যাখ্যা: ব্যাপক সময় (for four days) উল্লেখিত বাক্য present perfect continuous tense হয়। Present perfect continuous tense-এ নির্দিষ্ট ( point of time) সময় বা সাল থাকলে এর পূর্বে since এবং ব্যাপক (period of time) সময় উল্লেখ থাকলে for বসে। (ক) এবং (গ) অপশনের বাক্যে preposition (since) এবং tense-এর ভুল ব্যবহার আছে। এবং (ঘ) অপশনের বাক্যে four days (ব্যাপক সময়) এর পূর্বে since না হয়ে for থাকলে এ বাক্যটিও সঠিক হতো। অতএব (খ) অপশনের বাক্যটি সঠিক।