Image
MCQ
16281. ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল –
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
রবিবার
16282. কোন দিবসকে বাংলাদেশ সরকার 'গণহত্যা দিবস হিসাবে অনুমোদন করেছো?
২৫ মার্চ
২১ ফেব্রুয়ারি
২৬ মার্চ
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে
16283. কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল?
অপারেশন ক্রু স্থায়
অপারেশন ক্লিনহার্ট
অপারেশন সার্চলাইট
অপারেশন হান্ট
16284. কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল?
অপারেশন ক্রু স্থায়
অপারেশন ক্লিনহার্ট
অপারেশন সার্চলাইট
অপারেশন হান্ট
16285. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিল --
রাও ফরমান আলী
ইস্কান্দার মির্জা
জেনারেল নিয়াজী
ইয়াহিয়া খান
16286. Which of the following is the correct sentence?
He is tired of the job.
He is tired to his job.
He is tired by the job.
He is tired with the job.
16287. বাঙালিদের কাছে ১০ এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন?
স্বাধীনতা দিবস
বিজয় দিবস ন
ভাষা দিবস
মুজিবনগর সরকার গঠ
16288. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অবৈধ ঘোষিত হয়নি?
৪র্থ
৫ম
৭ম
১৩তম
16289. ১৯৭১ সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন -
জেনারেল ইয়াহিয়া খান
জেনারেল টিক্কা খান
জেনারেল জিয়াউর রহমান
জেনারেল রাও ফরমান আলী
16290. শুধু একটি নম্বর '৩২' উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বুঝায়। বাড়িটি কী?
গণভবন
আহসান মঞ্জিল
বঙ্গভবন
ঢাকার ধানমন্ডির তৎকালীন ৩২ নং সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
16291. 'অপারেশন সার্চলাইট' কোন দেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?
ইরাক
বসনিয়া
আফগানিস্তান
বাংলাদেশ
16292. Choose the right sentence.
Gold is a precious metal.
Gold is precious metal.
The gold is a precious metal.
A gold is precious metal.
16293. বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয় ?
মুজিবনগর, মেহেরপুর
কলকাতা, ভারত
কালুরঘাট, চট্টগ্রাম
আগরতলা, ভারত
16294. কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে ৫০টি নারী আসন আরও ২৫ বছরের জন্য বহাল রাখা হয়?
একাদশ
চতুর্দশ
পঞ্চদশ
সপ্তদশ
16295. কবে ও কখন হানাদার পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে?
২৫ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
16296. কবে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭১
১০ এপ্রিল, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
16297. অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা?
১৯৯০
১৯৬৯
১৯৭১
১৯৭৫
16298. অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়?
১৯৯০
১৯৬৯
১৯৭১
১৯৭৫
16299. Every opposition candidate except she was defeated in the election.
except she was
except her were
excepting she was
except her was
excepting she were
16300. কোন তারিখে জেনারেল ইয়াহিয়া বঙ্গবন্ধুকে দেশদ্রোহী আখ্যায়িত করেন?
১৬ ডিসেম্বর, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১