Image
MCQ
16761. সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম ও অন্যান্য ধর্মের সমানাধিকারের কথা বলা হয়েছে?
২ক
৪ক
16762. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল?
৩৩০ টি
১৬৭ টি
১৭২ টি
৩০০ টি
16763. শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধি পান কোথায়?
কৃষকসভায়
ছাত্রসভায়
শ্রমিক সভায়
জনসভায়
16764. কবে বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষিত হয়?
৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
৩ জানুয়ারি, ১৯৬৬
১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
২২ ফেব্রুয়ারি, ১৯০৯
16765. কত সালে পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয়?
১৯৫৮
১৯৬২
১৯৬৫
১৯৫৯
16766. কত সালে তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয়?
১৭ সেপ্টেম্বর, ১৯৬২
১৭ সেপ্টেম্বর, ১৯৬৬
১৭ সেপ্টেম্বর, ১৯৬৮
১৭ সেপ্টেম্বর,১৯৫৬
16767. পাকিস্তানে ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন—
আইয়ুব খান
ইয়াহিয়া খান
টিকা খা
নূর খান
16768. ১৯৭০ সালের নির্বাচনের পর কোন দলকে সরকার গঠন করতে দেওয়া হয়নি?
মুসলিম লীগ
আওয়ামী লীগ
পিপিপি
জামায়াতে ইসলামী
16769. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন কবে সংঘটিত হয়?
১-৭ মার্চ
৭-২৫ মার্চ
২- ২৫ মার্চ
১- ২৬ মার্চ
16770. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে তৎকালীন পূর্ব পাকিস্তানকে 'বাংলাদেশ' নামকরণ করেন? ৫ মে, ১৯৬৮ ৫ জুন, ১৯৬৮ ৫ ডিসেম্বর, ১৯৬৯ ৫ নভেম্বর, ১৯৬৯
৫ মে, ১৯৬৮
৫ জুন, ১৯৬৮
৫ ডিসেম্বর, ১৯৬৯
৫ নভেম্বর, ১৯৬৯
16771. বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কী?
People Republic of Bangladesh
Bangladesh People's Republic
The Republic of Bangladesh
The People's Republic of Bangladesh
16772. ১৯৭০ সালের সাধারণ নির্বাচান প্রধান নির্বাচন কমিশনার ছিলেন?
বিচারপতি আবু সাইদ চৌধুরী
বিচারপতি এম এন হুদা
বিচারপতি এ বি সিদ্দীক
বিচারপতি আবদুস সাত্তার
16773. কবে পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
১৯৫৮ সালে
১৯৬৬ সালে
১৯৭০ সালে
১৯৬২ সালে
16774. ১৯৭০ সালের প্রাদেশিক পরিসদ নির্বাচনে আওয়ামিলীগ কতটি আসন লাভ করেছিল?
১৬৫ টি আসন
১৬৭ টি আসন
২৯৮ টি আসন
৩১৩ টি আসন
16775. কবে তোফায়েল আহমেদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭১
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
২৫ জানুয়ারি, ১৯৭০
৭ মার্চ, ১৯৭১
16776. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে ভুট্টোর পিপিপি পূর্ব পাকিস্তানে কয়টি আসন লাভ করে ?
৪ টি
৩টি
৫টি
কোনো আসন পায়নি
16777. পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল—
১৬৯টি
১৭০টি
১৬৭টি
১৬৮ টি
16778. ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
মুসলিম লীগ
আওয়ামী লীগ
পিপলস পার্টি
ন্যাশনাল আওয়ামী পার্টি
16779. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
16780. 'পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা' এটি কোন সময়ের স্লোগান?
বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ের
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ের
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সময়ের
১৯৬২ সালের ছাত্র আন্দেলনের সময়ের