Image
MCQ
17761. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
শকুন্তলা
ভদ্রার্জুন
শর্মিষ্ঠা
রাবণবধ
17762. অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে" কার উক্তি?
দ্বিজেন্দ্রলাল রায়
রামরাম বসু
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
17763. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, / হায় রে জীবন-নদে?" কোন কবির উক্তি?
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবতী
কায়কোবাদ
17764. 'একেই কি বলে সভ্যতা' মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
কাব্য
মহাকাব্য
প্রহসন
উপন্যাস
17765. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য-
বিলাতের পত্র
ব্রজাঙ্গনা
বীরাঙ্গনা
হিমালয়
17766. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
17767. 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
নবীনচন্দ্র সেন
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
17768. নিম্নের গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
সীতার বনবাস
রামচরিত মানস
রত্নাবতী
মায়াকানন
17769. 'বীরাঙ্গনা 'পত্রকাব্যে পত্র সংখ্যা কত?
১১
৩১
২১
৪১
17770. 'দি ক্যাপটিভ লেডি' (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
প্রেমেন্দ্র মিত্র
17771. অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব কাব্য
17772. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
শকুন্তলা
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
রাবণবধ
17773. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়-
পদ্মাবতী নাটকে
মেঘনাদবধ মহাকাব্যে
ব্রজাঙ্গনা কাব্যে
বীরাঙ্গনা কাব্যে
17774. 'একেই কি বলে সভ্যতা' এর রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
মীর মশাররফ হোসেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
17775. রাধা-কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি?
সারদামঙ্গল
ব্রজাঙ্গনা
বঙ্গসুন্দরী
কৃষ্ণকুমারী
17776. 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' কোন জাতীয় শিল্পকর্ম?
নাটক
ছোটগল্প
উপন্যাস
প্রহসন
17777. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব
বেতালপঞ্চবিংশতি
বীরাঙ্গনা
17778. সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে।" চরণ দুটির কবি কে?
মোহিতলাল মজুমদার
সুকান্ত ভট্টাচার্য
সত্যেন্দ্রনাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
17779. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি ---
কাহিনীকাব্য
খণ্ড কবিতা সংকলন
পত্রকাব্য
মহাকাব্য
17780. মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কোন ধরনের কাব্য?
মহাকাব্য
পত্রকাব্য
গীতিকাব্য
আখ্যানকাব্য