Image
MCQ
19161. 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন' এখানে 'পাঠশালা' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে শূন্য
কর্তৃকারকে শূন্য
করণে শূন্য
কর্মে তৃতীয়া
19162. 'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে বিভক্তি?
কর্তৃকারকে ২য়া
কর্তৃকারকে ৭মী
সম্প্রদান কারকে ৭মী
কর্তৃকারকে ৪র্থী
19163. 'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ’ 'সর্বাঙ্গে ’কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
অপাদানে তৃতীয়া
অধিকরণে তৃতীয়া
অধিকরণে সপ্তমী
19164. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
কোদালে মাটি কাটব
জাহাজ চট্টগ্রাম ছাড়ল
সাপের হাসি বেদেয় চেনে
আমারে তুমি রক্ষা করো
19165. 'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক' ‘বাংলাদেশের’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৬ষ্ঠী
করণে শূন্য
অধিকরণে ৬ষ্ঠী
করণে সপ্তমী
19166. 'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
কর্ম কারকে ৭মী বিভক্তি
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
অপাদান কারকে ৭মী বিভক্তি
করণ কারকে ৭মী বিভক্তি
19167. 'ভাইয়ে ভাইয়ে বেশ মিল' বাক্যে নিম্নরেখ 'ভাইয়ে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ১মা
কর্তায় ৭মী
কর্মে ১মা
করণে ৭মী
19168. 'রাজার দুয়ারে হাতি বাঁধা' 'দুয়ারে' পদটি কোন কারক?
কর্তায় ৭মী
কর্মে ২য়া
অপাদানে ২য়া
অধিকরণে ৭মী
19169. 'সকলকে মরতে হবে' বাক্যে নিম্নরেখ সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
19170. কোনটি অপাদান কারক?
জিজ্ঞাসিব জনে জনে
ট্রেন স্টেশন ছেড়েছে
বনে বাঘ আছে
গৃহহীনে গৃহ দাও
19171. 'একদিন পাপের ফল ফলবে' ‘একদিন ’কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে শূন্য
অধিকরণে ৩য়া
অধিকরণে ২য়া
অধিকরণে ৭মী
19172. 'তাকে দিয়ে কিছু হবে না' বাক্যে নিম্নরেখ'তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
করণে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
19173. 'বুলবুলিতে ধান খেয়েছে' এই বাক্যের 'বুলবুলিতে' শব্দে কোন কারক ও কোন বিভক্তি রয়েছে?
করণে ৭মী
কর্তৃকারকে ৭মী
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
19174. 'আকাশে চাঁদ উঠেছে।' এখানে 'আকাশে' কোন প্রকারের অধিকরণ?
ভাবাধিকরণ
কালাধিকরণ
ঐকদেশিক অধিকরণ
বৈষয়িক অধিকরণ
19175. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ছাগলে কিনা খায়
টাকায় টাকা আনে
আরেফ বই পড়ে
ডাক্তার ডাক
19176. কারক ও বিভক্তি নির্ণয় করুন: ছাঁদ থেকে চাঁদ দেখা যায়। ছাঁদ থেকে কোন কারকে কোন বিভক্তি?
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
করণে শূন্য
অধিকরণে পঞ্চমী
19177. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
দুধ থেকে ঘি হয়
মেঘ থেকে বৃষ্টি হয়
তিলে তৈল আছে
তিল থেকে তেল হয়
19178. 'রোববার স্কুল বন্ধ' এখানে 'রোববার' কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
19179. . দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
শূন্য বিভক্তি
19180. 'রহিম বিজ্ঞানে ভালো' এ বাক্যে 'বিজ্ঞানে' কোন কারক?
অপাদান
করণ
সম্প্রদান
অধিকরণ