Image
MCQ
19661. কোন বানানটি অশুদ্ধ?
সমীচীন
জিগীষা
কৃষিজীবী
দন্ড
19662. শুদ্ধ বানান নির্ণয় করুন:
তীরস্কার
তিরষ্কার
তীরষ্কার
তিরস্কার
19663. একটি মাত্র শব্দ শুদ্ধভাবে লেখা কোনটি?
আকাঙ্খা
সৌজন্যতা
কল্যাণীয়ামু
কারণ
19664. সঠিক বানান নয় কোনটি?
ধরণি
মূর্ছা
গুণ
প্রানী
19665. কোনটি ভুল বানানযুক্ত?
ব্রাহ্মণ
পিণাক
দুর্নীতি
ত্রিনয়ণ
19666. কোনটি শুদ্ধ বানান?
নতিপত্র
ণথিপত্র
নথিপত্ত
নথিপত্র
19667. কোনটি শুদ্ধ?
নিরপরাধী
নিরোপরাধী
নিরপরাধি
নিরপরাধ
19668. শুদ্ধ শব্দ কোনটি?
ঐক্যমত
খৃষ্টাব্দ
অচিন্ত্যনীয়
লক্ষণীয়
19669. নিচের কোন শব্দটি শুদ্ধ?
বিদ্রুপ
দারিদ্রতা
গড্ডালিকা
সম্ভবপর
19670. কোন বানানটি শুদ্ধ?
মনোকষ্ট
মণকষ্ট
মনকস্ট
মনঃকষ্ট
19671. কোন শব্দটি সঠিক?
স্থায়িত্ত
স্থয়ীত্ব
স্থায়ীত্ব
স্থায়িত্ব
19672. শুদ্ধ বানান কোনটি?
গড্ডালীকা
গড্ডালিকা
গড্ডলীকা
গড্ডলিকা
19673. নিচের যে গুচ্ছে অপ্রমিত বানান রয়েছে-
পিপীলিকা, ধস্ত
ঝঞ্ঝা, অবাঞ্ছিত
উপর্যুক্ত, উর্ধ্ব
স্বত্ত্ব, কনকাঞ্জলী
19674. কোনটি শুদ্ধ নয়?
সহযোগিতা
শূদ্র
স্বতঃস্ফূর্ত
যন্ত্রনা
19675. নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
গীতাঞ্জলি
অতিথি
সমীচীন
কৌতুহল
19676. কোন বানানটি শুদ্ধ?
ঔষধ
অষুধ
ঔষুধ
ওষুধ
19677. কোনটি শুদ্ধ বানান?
বৃৎপত্তি
বূৎপত্তি
বুৎপত্তি
ব্যুৎপত্তি
19678. কোনটি সঠিক বানান?
মন্ত্রীসভা
মন্ত্রী সভা
মন্ত্রিসভা
কোনটিই নয়
19679. চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে?
কাঁধ
আঁকাবাঁকা
সাঁকো
সাতাঁর
19680. শুদ্ধ বানান নয় কোনটি?
গীতাঞ্জলি
অতিথি
সমীচীন
কৌতুহল