Image
MCQ
19681. শুদ্ধ বানান কোনটি?
গীতাঞ্জলী
গিতাঞ্জলী
গীতাঞ্জলি
গিতাঞ্জলি
19682. কোন বানানটি শুদ্ধ?
ইতিপূর্বে
এতাপূর্বে
ইতঃপূর্বে
ইতপূর্বে
19683. নিচের কোনটি সঠিক বানান?
বাম্পিয়
বাস্পিয়
বাষ্পীয়
বাস্পীয়
19684. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
মহত্ত, মহিয়সী, পরু
মরুদ্যান, ভস্ম, উচ্ছাস
সমীচীন, সংশ্রব, সত্তা
অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
19685. কোন বানানটি সঠিক?।
নশট
ওষ্ঠ
কৃশক
কণ্টক
19686. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
মহত্ত, মহিয়সী, পরু
মরুদ্যান, ভস্ম, উচ্ছাস
সমীচীন, সংশ্রব, সত্তা
অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
19687. কোন বানানটি সঠিক?
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষন
19688. নিচের কোন বানানটি শুদ্ধ?
বিভূতিভূষন
পরিষেবা
যান্মাসিক
ইতিমধ্যে
19689. কোনটি শুদ্ধ?
গবেসণা
গবেষনা
গবেষণা
গবেশণা
19690. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
স্বায়ত্বশাসন, সমীচিন
দূর্বার, মুমুর্ষু
দুর্গা, পণ্য
স্বান্তনা, শরীরি
19691. বিসর্গ সন্ধির ব্যতিক্রম উদাহরণ কোনটি?
প্রাতঃ+কাল
অতঃ+এব
অহঃ+নিশা
অন্তঃ+করণ
19692. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?।
এশিয়াটিক সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমি
শিল্পকলা একাডেমি
19693. নিচের কোনটির বানান সঠিক?।
পুনঃরুজ্জীবন
পুনরুজ্জীবণ
পুনরুজ্জীবন
পূনরুজ্জীবন
19694. 'তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
তৎ+ময়
তনু+ময়
তৃৎ+ময়
তন+ময়
19695. 'পতঞ্জলি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
পতৎ+অঞ্জলি
পত+অঞ্জলি
পতন+জলি
পতনজ্+লি
19696. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ততঃ+অধিক = ততোধিক
ষষ্+থ = ষষ্ঠ
বন+পতি = বনস্পতি
সম্+বাদ= সংবাদ
19697. 'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে?
স্বরধনি+ব্যঞ্জনধ্বনি
ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি
ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি
ব্যঞ্জনধনি+বিসর্গধ্বনি
19698. কোন বানানটি শুদ্ধ?
সজ্ঞা
সংগা
সংজ্ঞা
সংঙ্গা
19699. কোন বানানটি শুদ্ধ?
ততকালিণ
তথকালীণ
তৎকালীন
ততকালীণ
19700. নিচের কোন শব্দটি শুদ্ধ?
উর্ধ্ব
অত্যান্ত
উচিৎ
কোনোটিই নয়