Image
MCQ
19721. 'মনোরম' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মনোঃ+রম
মনো+রম
মন+রম
মনঃ+রম
19722. কোনটি শুদ্ধ বানান?
প্রত্যুদগমন
প্রত্যুতগমন
প্রত্যুৎগমন
প্রত্যুবদগমণ
19723. সন্ধি সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
ব্যঞ্জন ধ্বনি
স্বর ধ্বনি
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি
19724. সন্ধি-বিচ্ছেদ করুন: 'কথাচ্ছলে'-
কথা+চ্ছলে
কথা+ছলে
কথা+চ্ছল
কোনোটিই নয়
19725. কোনটি অশুদ্ধ সন্ধি-বিচ্ছেদ?
মনঃ+কষ্ট = মনঃকষ্ট
প্রাতঃ+কাল=প্রাতঃকাল
মনঃ+কামনা =মনঃকামনা
অন্তঃ+করণ =অন্তঃকরণ
19726. 'ভাস্বর' এর সন্ধি-বিচ্ছেদ কী?
ভাস্+সর
ভাস+কর
ভাস্+বর
ভা+স্বর
19727. কোনটি সঠিক সন্ধি-বিচ্ছেদ?
উৎ+শাস = উচ্ছ্বাস
উৎ+ডীণ= উড্ডীণ
বৃহৎ+ঢক্কা = বৃহড্ঢক্কা
লভ্+ধ = লব্ধ
19728. 'উজ্জ্বল' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উজ+জল
উৎ+জ্বল
উজ্জ+জ্বল
উজ্জ্ব+অল
19729. 'দুরূহ' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
দুঃ+উহ্
দুঃ+রূহ
দূর+উহ
দুর+ই
19730. 'দুরবস্থা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
দুর+বস্থা
দূর+বস্থা
দুর+অবস্থা
দুঃ+অবস্থা
19731. 'সঞ্চয়' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সন্+চয়
সম্+চয়
সঙ+চয়
সৎ+চয়
19732. সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সত+চিন্তা=সচ্চিন্তা
অনু+এষণ-অন্বেষণ
তদ+অবধি তদবধি
পরি+চ্ছদ= পরিচ্ছদ
19733. 'মনঃকষ্ট' এর সন্ধি-বিচ্ছেদ-
মনস+কষ্ট
মনো+কষ্ট
মনোহ+কষ্ট
মনঃ+কষ্ট
19734. 'অহরহ' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
অহরহ
অহঃ+রহ
অহ-অহ
অহঃ+অহ
19735. 'ষড়যন্ত্র' এর সন্ধি বিচ্ছেদ হলো-
ষট্+যন্ত্র
ষড়+যন্ত্র
ষষ+যন্ত্র
ষর+যন্ত্র
19736. 'পরস্পর' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
পরঃ+পর
পরস+পর
পর+পর
পরো+পর
19737. বিসর্গ সন্ধির একটি উদাহরণ হলো-
সংস্কৃত
আচ্ছন্ন
জ্যোতিরিন্দ্র
গোষ্পদ
19738. 'উদ্ধার' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উদ্+হার
উৎ+ধার
উত+হার
উৎ+হার
19739. 'গোষ্পদ' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
গোঃ+পদ
গো+পদ
গৌ+পদ
গৈ+পদ
19740. 'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ষ্ণ+সর্বভূমি
সার্ব+ভৌম
সর্বভূমি+ষ্ণ
সার্বভৌ+ম