EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
41. সর্বোত্তম ম্যালিয়্যাবল পদার্থ-
স্বর্ণ
রৌপ্য
লৌহ
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা: Malleability is hammering into sheets and ductility is stretching into thin wires. Gold is the most malleable and ductile metals. Nickel is the least malleable.
42. যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎপ্রবাহের পদ বন্ধ করা ও খোলা যায়, তাকে কী বলে?
সুইচ
ফিউজ
ট্রান্সফর্মার
রিলে
ব্যাখ্যা: নিয়ন্ত্রণ ডিভাইস = সুইচ। প্রটেকটিভ ডিভাইস = ফিউজ, বিলে।
43. কোনটি অপরিবাহী পদার্থ নয়?
কার্বন
মাইকা
অ্যাজবেস্টস
ব্যাকেলাইট
ব্যাখ্যা: অপরিবাহী পদার্থ : অ্যাসবেসটস, ব্যাংকেসাইট, কাজ, এসোলাইট, মাইকা, কাগজ, প্যারাফিন, পলিদিন, চীনামাটি, রবার, প্লেট পাথর, মার্বেল পাথর, শুকনো কাঠে।
44. টাম্বলার সুইচ সাধারণত কত ভোল্ট সার্কিটে ব্যবহৃত হয়।
220V
200V
300V
400V
ব্যাখ্যা: টাম্বলার সুইচ সাধারণত 220V হতে 250V সার্কিটে ব্যবহৃত হয়।
45. আয়রন ক্ল্যাড মেইন সুইচ কোন ধরনের সুইচ?
টাম্বলার সুইচ
SPST
SPDT
DPST
ব্যাখ্যা: আয়রন ব্লাডকে মেইন সুইচ বা টাম্বলার সুইচও বলা হয়। এটি ব্যাকেলাইট বা চীনামাটির তৈরি। সুইচের টোগল সবসময় খোলা বা অফ না হয়ে বন্ধ বা অন্য অবস্থায় থাকে। মাঝামাঝি অবস্থানে রাখলে টোগলাট ডিগবাজি খেয়ে খোলা অথবা বন্ধ অবস্থানে চলে যায়। এ কারণে এই সুইচরে টাম্বলার সুইচ বলা হয়।
46. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, 500W ५० ইনক্যানডিসেন্ট একটি ল্যাম্পের কত গুণ ৮১ ক বেশি আলো দেয়?
৫ গুণ
৬ গুণ
৭ গুণ
৮ গুণ
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, 500W ইনক্যান্ডিসেন্ট ৮৬ ক ল্যাম্পের প্রায় ১ গুণ বেশি আলো দেয়।
47. মার্কারি ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
১০ মিনিট
১১ মিনিট
১২ মিনিট
১৫ মিনিট
ব্যাখ্যা: মার্কারি ভ্যাপার ল্যাম্প পরিপূর্ণ আলো দিতে ১০ মিনিট সময় লাগে।
48. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
১০০ লুমেন
১৪০ লুমেন
২০০ লুমেন
২৫০ লুমেন
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প 275W এবং 400W এর হয়। এর আলো প্রতি ওয়াটে 100lu এরও উপরে।
49. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
15-20 মিনিট
20-25 মিনিট
25-30 মিনিট
30-35 মিনিট
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর আলো দিতে ১৫-২০ মিনিট সময় লাগে।
50. বৈদ্যুতিক আলোর যতগুলো উৎস জানা আছে, তন্মধ্যে কোন ধরনের ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদানকারী?
মার্কারি ল্যাম্প
টিউব ল্যাম্প
সোডিয়াম আপার ল্যাম্প
নিয়ন ল্যাম্প
ব্যাখ্যা: ১-আকৃতির টিউবটির ভিতরে সোডিয়াম বাষ্প এবং স্বল্প পরিমাণে নিয়ন গ্যাস থাকে। টিউবটির দু'প্রান্তে দুটি টাংস্টেনের ফিলামেন্ট বা ইলেকট্রোড থাকে। সোডিয়াম ভ্যাপার ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদান করে।
51. টাম্বলার সুইচ সাধারণত কত অ্যাম্পিয়ারের হয়?
15A
20A
5A
30A
ব্যাখ্যা: টাম্বলার সুইচ সাধারণত 5A ও 10A-এ ব্যবহৃত হয়।
52. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, একটি ফ্লুওরেসেন্ট ল্যাম্প বা মার্কারি ভ্যাপার ল্যাম্পের কতগুণ বেশি আলো দেয়?
২ গুণ
৩ গুণ
৪ গুণ
৫ গুণ
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, মার্কারি ভ্যাপার ল্যাম্পের তুলনায় ২ গুণ বেশি আলো দেয়।
53. কোনটি অর্ধপরিবাহী পদার্থ নয়?
সিলিকন
ইবোনাইট
জারমেনিয়াম
কার্বন
ব্যাখ্যা: অর্ধপরিবাহী পদার্থ: সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, সেলেনিয়াম, টেলুরিয়াম।
54. ফ্লুওরেসেন্ট টিউবলাইটের সার্কিটে ব্যবহৃত চোক কয়েল কীভাবে টিউবলাইটের সাথে 2002 সংযোগ করা হয়?
সিরিজ
প্যারালাল
স্টার
ডেল্টা
ব্যাখ্যা: টিউবলাইট চলার মুহূর্তে প্রায় 400V দরকার হয়, চোক কয়েল তা উৎপন্ন করে। টিউবলাইট যখন জ্বলতে থাকে, তখন 110V এর দরকার হয়। অতিরিক্ত সাপ্লাই ভোল্টেজ চোক কয়েলে ড্রপ হয়। ফলে অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে টিউব রক্ষা পায়। চোক কয়েল সিরিজে সংযোগ করা হয়।
55. মার্কারি ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
60lu
70lu
80lu
90lu
ব্যাখ্যা: মার্কারি ভ্যাপার ল্যাম্প 175 ওয়াট ও 400 ওয়াটের হয়। প্রতি ওয়াটে 60 লুমেন আলো দেয়।
56. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পের ভিতরে কী গ্যাস থাকে?
Ar
C
H₂
O₂
ব্যাখ্যা: টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নাইট্রোজেন, আরগন, ক্রিপ্টন ইত্যাদি গ্যাস দ্বারা পূর্ণ থাকে। ল্যাম্পের ভিতরে গ্যাসের চাপ ল্যাম্পের বাইরের বায়ুর চাপের প্রায় তিন-চতুর্থাংশের সমান।
57. ফ্লুওরেসেন্ট ল্যাম্পের টিউবের ভিতরের দেয়াল দিয়ে যে শ্বেতকায় পদার্থের প্রলেপ দেয়া হয়, তার নাম কী?
ফসফরাস পাউডার
কার্বন পাউডার
সালফার পাউডার
চকের গুঁড়া
ব্যাখ্যা: ফ্রুওরেসেন্ট টিউবের ভিতরের দেয়ালে ফসফরাস পাউডারের প্রলেপ দেয়া হয়। ফসফরাস পাউডারের প্রলেপ দেয়ার কারণ হলো, যখন এতে অতিবেগুণি রশ্মি নিপতিত হয়, তখন এ স্বতঃপ্রভ হয়ে উঠে এবং আলো সৃষ্টি হয়।
58. সিঁড়ির বাতির জন্যে কোন ধরনের সুইচ ব্যবহার করা হয়?
DPST
DPDT
SPDT
TPIC
ব্যাখ্যা: Single pole double throw। এই সুইচে চারটি টার্মিনাল থাকে, দুটি টার্মিনাল ভিতর দিয়ে একটি পাত দিয়ে শর্ট করা থাকে। এই দুটি টার্মিনালের যে-কোনো একটিতে সরবরাহের ফেজ তার সংযোগ করতে হয়। সুইচের টোগল যে দিকেই থাকুক না কেন, এক টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকলে তা বিপরীত দিকের যে-কোনো একটি টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। কাজেই এই সুইচের কোনো অন বা অফ নেই।
59. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের স্বাভাবিক আয়ুষ্কাল কত ঘণ্টা?
৮০০০
৯০০০
১০০০০
১২০০০
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আয়ুষ্কাল ৮০০০ ঘণ্টা।
60. একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের ডিসি কন্ডাকট্যান্সকে সেই পদার্থের বলে।
অ্যাডমিট্যান্স
সাসসেস্ট্যান্স
রেজিস্টিভিটি
কন্ডাকটিভিটি