Image
MCQ
61. বিল্ডিং-এ পাইপের জন্য ব্যবহৃত প্লাস্টিক সাধারণত তৈরি হয়-
ABS, PVC ও পলিইথিলিন দ্বারা
টেফলন দ্বারা
ব্যাকেলাইট দ্বারা
PVF দ্বারা
62. সাধারণ গ্লাসের স্ট্রাকচার হলো-
আংশিক ক্রিস্টালাইন
পরিপূর্ণ ক্রিস্টালাইন
অ্যামরফস
ইথেইন
63. নিম্নের কোন পলিমারটি ক্রিস্টালাইন?
পলিমিথাইল মেথাক্রাইলেট
পলিভিনাইল ক্লোরাইড
পলিভিনাইলিডেন ক্লোরাইড
পলিইথিলিন
64. পিভিসি-র কো-ইফিসিয়েন্ট অব এক্সপানশন স্টিলের কো-ইফিসিয়েন্ট অব এক্সপানশনের কত গুণ বেশি?
1/4 গুণ
2 গুণ
5 গুণ
10 গুণ
65. পাইপ জয়েন্টের জন্য ব্যবহৃত সিলিং টেপ প্রধানত তৈরি হয়-
ABS দ্বারা
টেফলন দ্বারা
PVC দ্বারা
এপক্সি রেসিন দ্বারা
66. অপরিবাহী পদার্থের কোনটি বৈশিষ্ট্য নয়?
উচ্চ রেজিস্টিভিটি
উচ্চ ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ
উচ্চ ডাই-ইলেকট্রিক হিসটেরেসিস
ভালো তাপ পরিবাহিতা
67. কোনটি পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য নয়?
উচ্চ পরিবাহিতা
নেগেটিভ তাপমাত্রা সহগ
যথেষ্ট পরিমাণে নমনীয়তা
টান সহ্যক্ষমতা
68. পলিস্টেরিন হলো একটি-
এস্টার
হাইড্রো-কার্বন
অ্যাকাইল-হ্যালাইড
ইথেইন
69. যে তাপমাত্রায় একটি ম্যাটেরিয়াল গ্লাসি-সলিড হয়, তাকে বলা হয়-
মেল্টিং টেম্পারেচার
রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার
গ্লাস ট্রানজিশন টেম্পারেচার
ফ্রিজিং টেম্পারেচার
70. গৃহস্থালি কাজে ব্যবহৃত সাধারণ গ্লাস হলো-
সোডালাইম গ্লাস
বোরো-সিলিকেট গ্লাস
হাই-সিলিকা গ্লাস
অ্যালুমিনিয়াম
72. প্লাস্টিকের ইন্টারফেসিয়াল বৃদ্ধি করে তাদের-
ম্যাগনেটিক প্রপার্টিজ
উচ্চ ফ্রিকুয়েন্সিতে পাওয়ার শোষণ
ইলেকট্রিক্যাল কন্ডাকটিভিটি
পারমিটিভিটি
73. নিম্নের কোনটি উৎপাদনের জন্য চায়না-কে প্রধান কাঁচামাল?
পোরসেলিন
গ্লাস
ফায়ার-ক্লে রিফ্র্যাকটরি
স্ট্রেস
75. নিওপ্রিন হলো-
প্লাস্টিক
রাবারের মতো প্লাস্টিক
রাবার
প্লাস্টিকের মতো রাবার
76. নিম্নের কোন পদ্ধতিটি আইসোমরফস?
বিসমাথ-টিন
কপার-নিকেল
আয়রন-ভ্যানাডিয়াম
লাইন ডিফেক্ট
78. একটি ম্যাটেরিয়ালের ক্রিস্টাল স্ট্রাকচার পর্যবেক্ষণ করা যায়-
ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা
এক্স-রে ডিফ্রেকশন দ্বারা
ইলেকট্রন প্রোব এক্স-রে মাইক্রো- অ্যানালাইজার দ্বারা
79. পলিইথিলিন উৎপন্ন হয়-
কন্ডেসেশন পলিমারাইজেশন দ্বারা
এডিশন পলিমারাইজেশন দ্বারা
ইথিলিন মনোমারের কো-পলিমারাইজেশন দ্বারা
ট্রানজিস্টর
80. ফেরাইটস কোন ধরনের ম্যাটেরিয়াল?
ফেরো-ম্যাগনেটিক
অ্যান্টি ফেরো-ম্যাগনেটিক
ফেরি-ম্যাগনেটিক
অ্যান্টি ফেরি-ম্যাগনেটিক