MCQ
81. আয়োনিক বন্ডের ইলেকট্রোস্ট্যাটিক নেচার এটিকে কোন ধরনের বন্ড হিসেবে তৈরি করে?
ডিরেকশনাল
নন-ডিরেকশনাল
দুর্বল
গ্রুপ IV এলিমেন্টসে প্রযোজ্য
82. মাইল্ড স্টিলে কার্বনের পারসেন্টেজ হলো-
2-4.5%
0.5-1.4%
0.15-0.3%
0.25-0.95%
83. একটি মৌলিক পদার্থ দৃঢ়ভাবে একটি ম্যাগনেটিক সলিড গঠন করতে পারে কেবলমাত্র তখনই, যখন এর অ্যাটমসমূহ-
একটি অসম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
একটি সম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
একটি অসম্পূর্ণ ইনার শেলে থাকে
একটি শূন্য ইনার শেলে থাকে
84. ম্যাগনেটিক রেকর্ডিং টেপ তৈরি হয় সাধারণত-
আয়রনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা হতে
সিলিকন আয়রন হতে
সিলিকন অক্সাইড হতে
ফেরিক অক্সাইড হতে
85. ইমপ্রেগনেটেড পেপারের ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ-
40-50 kV/cm
75-100 kV/cm
200-300 kV/cm
500-600 kV/cm
86. টেট্রাহেড্রাল বন্ডিং নিম্নের কোন বন্ডগুলোর বৈশিষ্ট্য?
মলিকুলার
কো-ভ্যালেন্ট
আয়োনিক
মেটালিক
87. মেটালিক বন্ডিং হয়-
সন্নিহিত অ্যাটমসের মধ্যবর্তী ইলেকট্রনসের শেয়ারিং- এর কারণে
ইলেকট্রন ক্লাউসের ওভারল্যাপিং-এর কারণে
আয়ন কোরসের মধ্যবর্তী আকর্ষণের কারণে
আয়ন কোরস এবং ইলেকট্রনসের মধ্যবর্তী আকর্ষণের কারণে
88. যদি একটি মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা Z হয় এবং এর পারমাণবিক ওজন A হয়, তবে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা হয়-
Z
A-Z
A
A+Z
89. এফসিসি স্ট্রাকচারে স্লিপ সিস্টেমের সংখ্যা হয়-
3
6
12
18
90. একটি মাধ্যমের পারমিয়্যাবিলিটি এবং পারমিটিভিটি-
পরস্পর স্বতন্ত্র
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গতিবেগ দ্বারা সম্পর্কিত
বোল্টজ ম্যান'স কনস্ট্যান্ট দ্বারা সম্পর্কিত
কোনোটিই নয়
91. গ্রাফাইটে বন্ডিং হয়-
ভ্যানডার ওয়ালস
মেটালিক
কো-ভ্যালেন্ট
(ক) ও (গ) উভয়টিই
92. Line imperfection in a crystal called........
Schottky defect
Frenkel defect
Edge dislocation
Line Defect
93. পিভিসি নিম্নের কোনটির পলিমার?
ফেনল এবং ফরমালডিহাইড
ইথিলিন
ভিনাইল ক্লোরাইড
উপরের কোনোটিই নয়
94. সিরামিক ইন্সুলেটরে নিম্নের কোনটির উন্নতির জন্য চকচকে প্রলেপ ব্যবহৃত হয়?
ইলেকট্রিক্যাল প্রপার্টিজ
ইলেকট্রো-মেকানিক্যাল প্রপার্টিজ
মেকানিক্যাল প্রপার্টিজ
কেমিক্যাল প্রপার্টিজ
95. একটি কো-ভ্যালেন্ট বন্ডের বৈশিষ্ট্য নির্ধারিত হয়-
8-N রুল দ্বারা
মলিকুলার অরবিটালস দ্বারা
ক্রিস্টালানিটি দ্বারা
ইলেকট্রন ভেলোসিটি দ্বারা
96. স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয়?
আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
আয়রন ও নিকেল
আয়রন, নিকেল এবং মলিবডেনাম
আয়রন, ক্রোমিয়াম এবং মলিবডেনাম
97. কপার ও জিঙ্ক অ্যালয়কে বলা হয়-
ব্রোঞ্জ
ব্রাস
গান মেটাল
মু-মেটাল
98. সলিডের আয়োনিক বন্ডিং প্রাথমিকভাবে নির্ভর করে-
ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস-এর উপর
ইলেকট্রিক্যাল ডাইপোলস-এর উপর
শেয়ারিং অব ইলেকট্রনস-এর উপর
ট্র্যান্সফার অব ইলেকট্রনস-এর উপর
99. স্বাভাবিক তাপমাত্রায় একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর অ্যাকসেপ্টার অ্যাটমস-
একটি পজিটিভ চার্জ বহন করে
একটি নেগেটিভ চার্জ বহন করে
নিরপেক্ষ
একটি পজিটিভ চার্জ ও একটি নেগেটিভ চার্জ বহন করে
100. একটি পেপার ক্যাপাসিটরের সর্বোচ্চ ওয়ার্কিং ভোল্টেজ হলো-
230V
500V
750V
600V