অ্যাডভান্সড ওয়েল্ডিং MCQ
181. ল্যাপ জয়েন্টে সবসময়….. শিয়ার ফোর্স পাওয়া যায়।
সিঙ্গেল
ডাবল
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ল্যাপ জয়েন্ট: একটি প্লেটের উপর আরেকটি প্লেট ল্যাপ অবস্থায় রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে জোড়া দেয়ার পদ্ধতিকে ল্যাপ জয়েন্ট বলে। দুটি প্লেটের পুরুত্ব এক না হলে ল্যাপ জয়েন্ট হয় না।
শিয়ার ফোর্স : কাঠামোর কোনো বিন্দু বা সেকশনের বামে অথবা ডানে যে-কোনো এক পার্শ্বের সমস্ত উল্লম্ব বলসমূহের বীজগাণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলে।
182. একটি প্লেট আর একটি প্লেটের উপর রেখে ওয়েল্ডিং করাকে কী বলে?
বাট জয়েন্ট
টি য়েন্ট
ল্যাপ জয়েন্ট
এজ জয়েন্ট
183. একটি প্লেটের উপর আর একটি প্লেট খাড়াভাবে রেখে জোড়া দেওয়ার পদ্ধতিকে কী বলে?
টি জয়েন্ট
বাট জয়েন্ট
এজ জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: টি-জয়েন্ট (T-joint) : যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিসের একটি আনুভূমিকভাবে এবং অন্যটি '' অবস্থানে রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে টি-জোড়া (T-Joint) বলে।
184. একটি প্লেটের কর্নার-এর সাথে আর একটি প্লেটের কর্নার রেখে জোড়া দেওয়ার পদ্ধতিকে কী বলে?
টি জয়েন্ট
কর্নার জয়েন্ট
বাট জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: কর্নার জোড়া (Corner joint): যখন দুইটি কার্য, খণ্ড বা কার্যবস্তু একটি আরেকটির সমকোণে (৯০°) রেখে ওয়েল্ডিং- এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে কর্নার জোড়া বলে।
185. বক্স এবং ট্যাংক তৈরির ক্ষেত্রে কোন ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়?
টি জয়েন্ট
বাট জয়েন্ট
কর্নার জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
186. পাইপ ওয়েল্ডিং কোন পদ্ধতিতে করা হয়?
বার্ট জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
টি জয়েন্ট
এজ জয়েন্ট
187. দুটি প্লেটের পুরুত্ব এক না হলে কোন জয়েন্ট করা হয়?
বাট জয়েন্ট
টি জয়েন্ট
এজ জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ল্যাপ জোড়া (Lap joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ একটি আরেকটির উপর অবস্থান রেখে ওয়েন্ডিং- এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে ল্যাপ জোড়া বা জয়েন্ট (Lap joint) বলে।
188. একটি প্লেটকে আর একটি প্লেটের সাথে প্যারালাল অবস্থায় রেখে জোড়া দেওয়ার পদ্ধতিকে কী বলে?
বাট জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
টি জয়েন্ট
এজ জয়েন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: এজ জোড়া (Edge joint) : যখন দুটি খণ্ড বা কার্যবস্তুর উভয় প্রান্ত সমান্তরাল এবং ৪৫° কোণে রেখে ওয়েল্ডিং এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে এজ জোড়া বা জয়েন্ট বলে।
189. দুটি প্লেট পাশাপাশি রেখে যে ওয়েল্ডিং করা হয়, তাকে কী বলে?
ল্যাপ জয়েন্ট
বাট জয়েন্ট
টি জয়েন্ট
এজ জয়েন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ১। বাট জোড়া (Butt joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ পাশাপাশি রেখে তাদের প্রান্তসমূহকে ওয়েল্ডিং- এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে বাট জোড়া বা জয়েন্ট (Batt joint) বলে।
২। ল্যাগ জোড়া (Lap joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ একটি আরেকটির উপর অবস্থান রেখে ওয়েল্ডিং এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে ল্যাপ জোড়া বা জয়েন্ট (Lap joint) বলে।
৩। টি-জোড়া (T-joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিসের একটি আনুভূমিকভাবে এবং অন্যটি 'T' অবস্থানে রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে টি-জোড়া (T-joint) বলে।
৪। কর্নার জোড়া (Corner joint) : যখন দুইটি কার্য খণ্ড বা কার্যবস্তু একটি আরেকটির সমকোণে (৯০°) রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে কর্ণার জোড়া বলে।
৫। এজ জোড়া (Edge joint) যখন দুটি খণ্ড বা কার্যবস্তুর উভয় প্রান্ত সমান্তরাল এবং ৪৫° কোণে রেখে ওয়েল্ডিং এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে এজ জোড়া বা জয়েন্ট বলে।