অ্যাডভান্সড ওয়েল্ডিং MCQ
141. পোলারিটি কয় প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: পোলারিটিকে দুই ভাগে ভাগ করা হয়, যথা-
১। স্ট্রেইট বা সোজা পোলারিটি (Straigth polarity)
২। রিডার্স বা উল্টো পোলারিটি (Reverse polarity)
142. গলিত ওয়েন্ড ধাতু জোড়ার চারদিকে ছড়িয়ে যাওয়াকে - বলে।
স্প্যাটার
আন্ডার-কাট
ওভার ল্যাপ
ক্র্যাশ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: স্প্যাটার (Spatteer) জোড়ের উপরিভাগে ওয়েল্ড মেটাল হড়ানো-ছিটানো অবস্থায় থাকে।
ফাটল বা চিত্রা (Cracks): ওয়েল্ডিং জোড়ের ভিতরে ফাটল বা চিড় দেখা যায়। ফাটল থাকলে জোড় মজবুত হতে পারে না।
আন্ডার কাট (Under cat) : ওয়েল্ডিং জোড়ের নিচে বা পার্শ্বে গর্তের মতো অসমতল থাকে এটিই আন্ডার কাট। আন্ডার কাটের কারণে জোড় দুর্বল হয়।
ওভার স্যাপ (Over Lap) : প্যারেন্ট মেটাল সম্পূর্ণভাবে গলে মাত্রাতিরিক্ত ওয়েন্ড ধাতু জমে থাকলে তাকে ওভারল্যাপ বলে।
143. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েন্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
ব্রেজ ওয়েল্ডিং
144. নিচের কোনটি ফ্লাক্স হিসাবে ব্যবহৃত হয়?
চুনাপাথর
ক্যালসিয়াম অক্সাইড
ম্যাগনেশিয়াম অক্সাইড
অ্যালুমিনিয়াম অক্সাইড
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: বিভিন্ন মেটালে বিভিন্ন ধরনের ফ্লাক্স ব্যবহার হয়। যেমন-
১। লোহা জাতীয় বা ফেরাস মেটালে (Ferrous metal), বোরাক্স (Borax), সোডিয়াম কার্বনেট (Sodium carbonate) চুনাপাথর, সোডিয়াম সিলিকেট (Limestone sodium silicate), সোডিয়াম বাইকার্বনেট (Sodium bicarbonate) জাতীয় ফ্লাক্স ব্যবহৃত হয়।
২। কপার বা কপার মিশ্রিত অ্যালয়ে সোডিয়াম (Sodium) এবং পটাশিয়াম (Potassium), কার্বনেট (Carbonates) ক্লোরাইডস (Chlorides), সালফেটস (Sulphates) এবং বোরিক অ্যাসিড (Boric Acid) প্রভৃতি ফ্লাক্স ব্যবহার করা হয়।
৩। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম অ্যালয়ে (Magnesum alloy) আলেক্যালাইন ফ্লোরাইডস (Alkaline fluorides), পটাশিয়াম ক্লোরাইডস (Potassium chlorides) এবং লিখিয়্যাম ক্লোরাইডস (Lithioum chlorides) ইত্যাদি ফ্লাক্স ব্যবহার করা হয়।
145. কোনটি আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত যন্ত্রপাতি নয়?
ইলেকট্রোড
ইলেকট্রোড হোল্ডার
রাইজার
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: আর্ক রভেন্ডিং - এর সময় নিম্নলিখিত সরঞ্জামগুলো দরকার-
১। বৈদ্যুতিক উৎস (এসি বা ডিসি) (Source of current AC or DC)
২ । পরিবাহী তার বা ক্যাবল (Welding cable)
৩। ইলেকট্রোড (Electrode)
৪ । ইলেকট্রোড হোন্ডার (Electrode holder)
৫। হেলমেট ও হ্যান্ড শিশু (Helmet and hand shield)
৬। ওয়েন্ডিং জিগ (Welding cig
146. বেস মেটালকে জোড়া দেওয়ার সময় তৃতীয় যে ধাতু যোগ করা হয়, তাকে বলে।
বেস মেটাল
ফিলার মেটাল
ওয়েল্ড মেটাল
ক ও খ
147. ওয়েল্ডিং সার্কিটের টার্মিনাল কয়টি?
১টি
৩টি
৪টি
২টি
148. আর্ক ভোল্টেজ-এর সমীকরণ কোনটি?
E= 20+30h
E= 30+20h
E=10+20h
E=20+40h
149. অসম ধাতুর ওয়েন্ডিং করা হয়….. পদ্ধতিতে।
ব্রেজিং
ফ্রিকশন ওয়েন্ডিং
রেজিস্ট্যান্স
সবগুলো
150. অতিরিক্ত কারেন্ট ব্যবহারের কারণে ওয়েল্ড মেটালে- সৃষ্টি হয়।
আন্ডার কাট
ধাতুমল
ফাটল
স্প্যাটার
151. ইলেকট্রোড কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ইলেকট্রোডের শ্রেণিবিভাগ (Classification of Electrodes)। ইলেকট্রোডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা-
১। ক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Consumable electrodes)
২। অক্ষয়িষ্ণু ইলেকট্রোড (Non-consumable electrodes)
152. মূল ধাতু অসমভাবে উত্তপ্ত হলে কোন ত্রুটি দেখা যায়?
ডিস্ট্ররশন
আন্ডার কাট
ক্র্যাঙ্ক
স্প্যাটার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: আন্ডার কাট (Under cut): ওয়েল্ডিং জোড়ের নিচে বা পার্শ্বে গর্তের মতো অসমতল থাকে এটিই আন্ডার কাট। আন্ডার কাটের কারণে জোড় দুর্বল হয়।
ফাটল বা চিত্র (Cracks) : ওয়েল্ডিং জোড়ের ভিতরে ফাটল বা চিড় দেখা যায়। ফাটল থাকলে জোড় মজবুত হতে পারে না।
স্প্যাটার (Spatteer) : জোড়ের উপরিভাগে ওয়েল্ড মেটাল ছড়ানো-ছিটানো অবস্থায় থাকে।
বিকৃতি (Distortion): ওয়েন্ডিং চলাকালীন সময়ে ধাতুর অসম প্রসারণ ও সংকোচনই বিকৃতির কারণ। প্রসারণ ও সংকোচনজনিত বল নিয়ন্ত্রণ না করলে বিকৃতি ঘটে।
153. আর্ক ওয়েন্ডিং-এ ব্যবহৃত হয়-
অল্টাররেটিং কারেন্ট (উচ্চ ফ্রিকুয়েসি)
অল্টাররেটিং কারেন্ট (নিম্ন ফ্রিকুয়েন্সি)
ডাইরেক্ট কারেন্ট
উপরের সবগুলো
154. মাল্টি প্রসেস/মাল্টি পজিশনিং ওয়েল্ডিং পদ্ধতি কোনটি?
Seam
Soldering
Projection
কোনোটিই নয়
155. ওয়েল্ডিং জোড়া সাধারণত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
156. ল্যাপ জয়েন্ট করা হয় …..পুরুত্বের প্লেটে।
3mm-এর ছোট
(5-10)mm-এর বড়
12.5 mm-এর বড়
25 mm-এর বড়
157. সঠিক পদ্ধতিতে ওয়েল্ডিংকৃত স্থান মূল ধাতুর চেয়ে কেমন হয়?
দূর্বল
শক্ত
মোটামুটি
সবগুলো
158. ঢালাইলোহা কোন পদ্ধতিতে ওয়েল্ডিং করা যায়?
ব্রেজিং
থারমিট
আর্ক ওয়েল্ডিং
উপরের সব কয়টি
159. যে দুটি ধাতুকে জোড়া দেওয়া হবে তাদের…. বলে।
বেস মেটাল
প্যারেন্ট মেটাল
ওয়েল্ড মেটাল
ক ও খ
160. যে ওয়েল্ডিং প্রক্রিয়ায় চাপ ও তাপ প্রয়োগে ওয়েল্ডিং করা হয় তাকে-- বলে।
ফিউশন ওয়েল্ডিং
নন-ফিউশন ওয়েল্ডিং,
কোনোটিই নয়