Image
অ্যাডভান্সড ওয়েল্ডিং MCQ
81. নিচের কোন পদ্ধতিতে অক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহৃত হয়?
মিগ (MIG)
টিগ (TIG)
ক ও খ
কোনোটিই, নয়
82. মিগ ওয়েল্ডিং- এ ওয়েল্ডিং জোনকে বয়ুমণ্ডলের আবরণ থেকে রক্ষা করে-
হিলিয়াম (He) গ্যাস
আগন (Ar) গ্যাস
ক ও খ
কোনোটিই নয়
83. টিগ ওয়েল্ডিং টর্চ কী দ্বারা ঠান্ডা করার ব্যবস্থা থাকে?
বাতাস ও পানি
পারদ
কেরসিন
ডিজেল
84. টিগ ওয়েল্ডিং-এ কোন ইলেকট্রোড ব্যবহৃত হয়?
ক্ষয়িষ্ণু
অক্ষয়িষ্ণু
ক ও খ
কোনোটিই নয়
85. মিগ ওয়েন্ডিং পদ্ধতিতে কত পুরুত্বের ধাতু ওয়েল্ডিং করা যায়?
5mm-50mm
60mm-70mm
2mm-20mm
0.8mm-12.7mm
86. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
87. টিগ ও মিগ ওয়েল্ডিং-এ কোন ধরনের গ্যাস ব্যবহৃত হয়া
নিষ্ক্রিয় গ্যাল
নাইট্রোজেন
অক্সিজেন গ্যাস
হাইড্রোজেন গ্যাস
89. ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহৃত হয়-
কার্বন আর্ক ওয়েল্ডিং-এ
সাবমার্জড ওয়েল্ডিং-এ
টিগ ওয়েল্ডিং-এ
মিগ ওয়েল্ডিং-এ
90. মিগ (MIG) পদ্ধতিতে স্টিল ওয়েল্ডিং করার জন্য প্রয়োজন -
বিশুদ্ধ অক্সিজেন গ্যাস।
কার্বন ডাই-অক্সাইড গ্যাস
আর্গন -অক্সিজেনের মিশ্রণ
নাইট্রোজেন
91. নিচের কোনটিকে ফ্লাক্স হিসাবে ব্যবহার করা হয় না?
চুনাপাথর
মাইকা
ফ্লোরস্পার
গ্রাফাইট
92. নিচের কোন ওয়েল্ডিং পদ্ধতিতে নন-কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করা হয়?
Laser welding
MIG welding
TIG welding
Plasma welding
94. কোন ওয়েল্ডিং পদ্ধতিতে পোলারিটি দরকার হয় না?
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
ক ও খ
কোনোটিই নয়
95. নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয় কোন ওয়েল্ডিং- এ?
টিগ
গ্যাস ওয়েন্ডিং
থামিট
রেজিস্ট্যান্স
96. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রধানত কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
97. নিরপেক্ষ শিখা দ্বারা একটি মাইন্ড স্টিল-এ কার্যবস্তু ওয়েন্ড করতে 10 Litre অ্যাসিটিলিন লাগলে কতটুকু অক্সিজেন লাগবে?
5 Littre
15 Littre
10 Littre
20 Littre
98. তুলনামূলকভাবে জটিল মেকানিজম ব্যবহার হয় কোন ওয়েল্ডিং-এ
সোল্ডারিং
মিগ
টিগ
সবগুলো
99. মিগ ওয়েল্ডিং-এ কোন ধরনের ইলেকট্রোড ব্যবহৃত হয়?
ক্ষয়িষ্ণু
অক্ষয়িষ্ণু
দাম বেশি
দাম কম
100. অক্সিজেন সিলিন্ডারে সাধারণত কী রং দেওয়া থাকে?
সাদা
হলুদ
কালো
খয়েরি লাল