Image
আধুনিক যুগ MCQ
821. 'কালপুরুষ' কোন লেখকের ছদ্মনাম?
সমরেশ বসু
জীবনানন্দ দাশ
রাজশেখর বসু
আলী আহসান
822. 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
আব্দুল লতিফ
আবদুল করিম
লুৎফর রহমান
হাসান আলী
823. 'মাগো ভাবনা কেন, / আমরা তোমার শান্তিপ্রিয়'- মুক্তিযুদ্ধ বিষয়ক গানটির রচয়িতা / গীতিকার কে?
গৌরিপ্রসন্ন মজুমদার
খলিল চৌধুরী
রজনীকান্ত সেন
দ্বিজেন্দ্রলাল রায়
824. 'দৃষ্টিপাতে'র লেখক যাযাবরের আসল নাম কী?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়খ
আবদুল কাদির
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
হুমায়ূন আহমেদ
825. 'মোদের গরব মোদের আশা / আ'মরি বাঙলা ভাষা' রচয়িতা কে?
দ্বিজেন্দ্রলাল রায়
রজনীকান্ত সেন
অতুল প্রসাদ
সজনী কান্ত
826. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার কে?
আব্দুল গাফফার চৌধুরী
আলতাফ মাহমুদ
আব্দুল লতিফ
সমর দাস
827. 'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?
সুবীর সাহা
সুধীর দাস
আলতাফ মামুন
আলতাফ মাহমুদ
828. 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
গোবিন্দ হালদার
নজরুল ইসলাম বাবু
রমজান আলী
মোঃ মনিরুজ্জামান
829. 'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে?
আব্দুল গাফফার চৌধুরী
মনিরুজ্জামান মনির
নজরুল ইসলাম বাবু
খান আতাউর রহমান
830. 'নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়' গানটির গীতিকার কে?
সত্যব্রত বিশ্বাস
নচিকেতা ঘোষ
গৌরিপ্রসন্ন মজুমদার
হেমন্ত মুখোপাধ্যায়
831. 'শোন একটি মুজিবরের থেকে' গানটির গীতিকার কে?
অংশুমান রায়
আপেল মাহমুদ
আলতাফ মাহমুদ
গৌরীপ্রসন্ন মজুমদার
832. 'সনাতন পাঠক' কোন সাহিত্যিকের ছদ্মনাম?
সমরেশ বসু
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রেমেন্দ্র মিত্র
833. 'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই..... গানের সুরকার ও গীতিকার কে?
নচিকেতা ঘোষ
মাহমুদুর রহমান
প্রতুল মুখোপাধ্যায়
গৌরিপ্রসন্ন মজুমদার
834. 'যাযাবর' কার ছদ্মনাম?
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বিনয় মুখোপাধ্যায়
বিচ্ছুভিক্ষুমন বন্দ্যোপাধ্যায়
বিনয় ঘোষ
835. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ডি.এল রায়
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
836. 'বনফুল' কার ছদ্মনাম?
নারায়ণ গঙ্গোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
রাজশেখর বসু
শামসুল হক
837. 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
নির্মলেন্দু গুণ
838. 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি' গানটির শিল্পী কে?
আব্দুল জব্বার
সৈয়দ আব্দুল হাদি
আপেল মাহমুদ
খুরশীদ আলম
839. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'- গানটি কে রচনা করেন?
মুনীর চৌধুরী
আবদুল গাফফার চৌধুরী
জহির রায়হান
কাজী নজরুল ইসলাম
840. 'নীহারিকা দেবী' ছদ্মনামে কে লিখতেন?
অরুন্ধতী রায়
কামিনী রায়
প্রমথ চৌধুরী
অচিন্ত্য কুমার সেনগুপ্ত