আধুনিক যুগ MCQ
1001. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
দেবেশ রায়ের 'তিস্তাপাড়ের বৃত্তান্ত'
সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখি'
অভিজিৎ সেনের 'রহুচাণ্ডালের হাড়'
1002. 'অনাথিনী' কোন লেখকের প্রথম উপন্যাস?
খান মুহাম্মদ মঈনুদ্দীন
শামসুল হক
বেনজীর আহমদ
হুমায়ুন কবির
1003. 'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটি কে রচনা করেন?
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জহির রায়হান
আবু জাফর শামসুদ্দীন
1004. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
কলিকাতা কমলালয়
ফুলমণি ও করুণার বিবরণ
নববিবি বিলাস
নববাবুবিলাস
1005. 'আগুনমুখার মেয়ে' গ্রন্থটি কে রচনা করেছেন?
তসলিমা নাসরিন
নাসরীন জাহান
নুরজাহান বেগম
সেলিনা হোসেন
1006. 'দু'দিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?
আকবর হোসেন
অন্নদাশঙ্কর রায়
নারায়ণ গঙ্গোপাধ্যায়
শওকত আলী
1007. 'পূর্ব-পশ্চিম' উপন্যাসটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
হুমায়ুন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
1008. 'আলালের ঘরের দুলাল'-
প্রথম সার্থক বাংলা উপন্যাস
প্রথম বাংলা উপন্যাস
প্রথম চলিত নকশা
প্রথম আখ্যায়িকা
1009. 'কেরী সাহেবের মুন্সী'র লেখক হলেন-
প্যারীচাঁদ মুখোপাধ্যায়
অন্নদাশঙ্কর রায়
প্রভাতকুমার মুখোপাধ্যায়
প্রমথনাথ বিশী
1010. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
সমাজের রঙ্গরসাত্মক চিত্র
বাঙালির জীবন কাহিনী
সামাজিক নির্যাতন
সামাজিক কাহিনী
1011. 'নদী ও নারী' কার রচনা?
কাজী আবদুল ওদুদ
শামসুদ্দীন আবুল কালাম
হুমায়ুন কবির
আবুল ফজল
1012. 'কতো ছবি, কতো গান' এর লেখক-
আবু ইসহাক
আলাউদ্দিন আল আজাদ
খোন্দকার মোহাম্মদ ইলিয়াস
আবুল ফজল
1013. 'ফুলমণি ও করুণার বিবরণ' গ্রন্থটির রচয়িতা কে?
হ্যানা ক্যাথারিন
উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিহারীলাল চক্রবর্তী
1014. 'বৈতালিক' উপন্যাসটি কে রচনা করেছেন?
প্রেমেন্দ্র মিত্র
নারায়ণ গঙ্গোপাধ্যায়
গোলাম কুদ্দুস
আকবর হোসেন
1015. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
রহু চণ্ডালের হাড়
কৈবর্ত খণ্ড
ফুল বউ
অলীক মানুষ
1016. 'রূপজালাল' নামে আত্মজীবনী কে লিখেছেন?
নূরুন্নেসা খাতুন
আবুল ফজল
নওয়াব ফয়জুন্নেসা
বেগম রোকেয়া
1017. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
হুতোম প্যাঁচার নকশা
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
পথের দাবী
1018. 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কে রচনা করেন?
স্বর্ণকুমারী দেবী
জরাসন্ধ
রশীদ করিম
সৈয়দ ওয়ালীউল্লাহ
1019. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত বইটির নাম-
অবরোধবাসিনী
সুলতানার স্বপ্ন
রূপজালাল
মায়াবী পর্দা দুলে ওঠো
1020. 'লোকে সিন্ধু' উপন্যাসটির রচয়িতা কে?
হাসন রাজা
পাগলা কানাই
লালন ফকির
ফকির আলমগীর