আন্তর্জাতিক প্রশ্ন MCQ
2081. সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?
ভুটান
শ্রীলংকা
জাপান
ফিলিপাইন
2082. কোন দেশটি দুইটি মহাদেশে পড়েছে?
তুরস্ক
মিশর
হন্ডুরাস
আলজেরিয়া
2083. 'In the Line of Fire' বইটির লেখক কে?
পারভেজ মোশাররফ
আসিফ আলী জারদারী
মাহাথির মোহাম্মদ
কোনোটিই নয়
2084. পাকিস্তানের প্রধানমন্ত্রী কে?
পারভেজ মোশাররফ
ইউসুফ রাজা গিলানী
শাহবাজ শরীফ
হিলারী ক্লিনটন
2085. মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
বেগম খালেদা জিয়া
বেনজির ভুট্টো
হাসান আশরাবী
বেগম ফাতেমা জিন্নাহ
2086. কোনটিকে ইউরোশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেনা করা হয়?
জাপান
তুরস্ক
সৌদি আরব
ওমান
2087. কোন দেশটি মেমোগেট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত?
পাকিস্তান
কলম্বিয়া
ভারত
আইসল্যান্ড
2088. বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল কোনটি? / কোনটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র?
ইথিওপিয়া
নেপাল
থাইল্যান্ড
মালদ্বীপ
2089. ভারতের স্বাধীনতা দিবস --
১৪ আগস্ট, ১৯৪৭
১৫ আগস্ট, ১৯৪৭
১৪ আগস্ট, ১৯৪৮
১৫ আগস্ট, ১৯৪৮
2090. জেনারেল পারভেজ মোশাররফ কবে ক্ষমতায় আসেন?
২০০০
২০০১
১৯৯৯
১৯৯৮
2091. আফ্রিকান মুসলিম রাষ্ট্র কোনটি?
নামিবিয়া
শ্রীলংকা
কেনিয়া
সুদান
2092. 'ইস্তাম্বুল' কোন দেশে?
বাংলাদেশে
ইরানে
তুরস্কে
কুয়েতে
2093. পানামা পেপারস ফাঁসের ঘটনায় যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন-
আইসল্যান্ড ও ভারত
পাকিস্তান
আইসল্যান্ড ও পাকিস্তান
আইসল্যান্ড
2094. পৃথিবীর কোন দেশ দুইটি মহাদেশে পড়েছে?
মেক্সিকো
জর্ডান
সুদান
কোনোটিই নয়
2095. কাকে 'ডটার অব দি ইস্ট' বলা হয়? / 'ডটার অব দ্য ইস্ট' বইটি লিখেছেন কে?
অং সান সুচি
ইন্দিরা গান্ধী
বন্দরনায়েক
বেনজির ভুট্টো
2096. কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত?
আজারবাইজান
ইরান
সৌদি আরব
তুরস্ক
2097. নাওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো কেন?
বোফোর্স কেলেঙ্কারি
পানামা পেপারস কেলেঙ্কারি
ওয়াটারগেট কেলেঙ্কারি
মেমোগেট কেলেঙ্কারি
2098. ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সামরিক বিমান হামলা পরিচালনা করে?
গিলগিট
এবোটাবাদ
বালাকোট
কোয়েটা
2099. ২০০৮ সালের ভারতের মুম্বাইয়ে হামলার ঘটনায় কোন জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়েছিল?
আল কায়েদা
তাহরিক-ই-তালেবান
লস্কর-ই-তৈয়বা
লস্কর-ই-জব্বার
2100. 'ইস্তাম্বুল' শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
এশিয়া ও আফ্রিকা
ইউরোপ ও আফ্রিকা
এশিয়া ও ইউরোপ
উত্তর আমেরিকা ও এশিয়া