Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
2241. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
১ বছর
৫ বছর
৪ বছর
২ বছর
2242. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
আগস্ট মাসের প্রথম সোমবার
সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার
2243. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development)- তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?
১৫
১৭
২১
২৭
2244. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
১৯৪৮
১৯৫৬
১৯৪৫
2000
2245. ১০ নং ডাউনিং স্ট্রীট কি?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর বাসভবন
ফরাসি প্রেসিডেন্ট এর বাসভবন
বিট্রিস প্রধানমন্ত্রীর এর বাসভবন
রাশিয়ান প্রসিডেন্ট এর বাসভবন
2246. World Economic Forum-এর বাৎসরিক অধিবেশন কোথায় হয়?
প্যারিস
বার্ন
দাভোস
জুরিখ
2247. নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
লাওস
হংকং
ভিয়েতনাম
কম্বোডিয়া
2248. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
লাইবেরিয়া
কঙ্গো
সিয়েরালিওন
নরওয়ে
2249. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
2250. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
নিউইয়র্ক
ক্যানবেরা
লন্ডন
বোস্টন
2251. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
সেপ্টেম্বর ২০১৮
মার্চ ২০১৯
ফেব্রুয়ারি ২০১৯
ডিসেম্বর ২০১৮
2252. ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
ভিয়েতনাম
রাশিয়া
চীন
উত্তর কোরিয়া
2253. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
কাটোউইস, পোল্যান্ড
প্যারিস, ফ্রান্স
রোম, ইতালি
বেইজিং, চীন
2254. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ইথিওপিয়া
জাম্বিয়া
লাইবেরিয়া
জিবুতি
2255. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
New Development Bank (NDB)
BRICS Development Bank (BDB)
Economic Development Bank (EDB)
International Commercial Bank (ICB)
2256. 'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
কৃষি উন্নয়ন
জলবায়ু পরিবর্তন
দারিদ্র্য বিমোচন
ঘবিনিয়োগ সম্পর্কিত
2257. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
যুক্তরাষ্ট্র
বাংলাদেশ
সুইজারল্যান্ড
ভারত
2258. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
চীন, রাশিয়া
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
জাপান, থাইল্যান্ড
তাইওয়ান, হংকং
2259. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
পাকিস্তান ও আফগানিস্তান
আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
ভারত ও আফগানিস্তান
পাকিস্তান ও ভারত
2260. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
১৯৭৯ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
১৯৯৮ সালে