Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
1004. ওয়াল স্ট্রীট জার্নাল কি?
নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক
লন্ডনভিত্তিক অর্থনৈতিক গষেণা পত্রিকা
রাস্তা সংক্রান্ত খবর ছাপে এমন জার্নাল
একটি বিখ্যাত দেয়াল পত্রিকা
1006. মালদ্বীপের নিজস্ব কোন---
সেনাবাহিনী নেই
পুলিশ বাহিনী নেই
উভয়ই সত্য
কোনোটিই সত্য নয়
1008. ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনও 'ইউরো' গ্রহন করেনি?
ফ্রান্স
অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
জার্মানি
1010. নিচের কোনটি ইউরো জোনের সদস্য নয়?
ফ্রান্স
ফিনল্যান্ড
সুইডেন
অস্ট্রিয়া
1012. কোন দেশ ১৯তম দেশ হিসেবে সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে?
লিথুনিয়া
অস্ট্রিয়া
স্পেন
পর্তুগাল
1015. লন্ডনের 'Fleet Street' কিসের জন্য সমধিক পরিচিত?
ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহ অবস্থিত বলে
মাদাম তুসোর Wax মিউজিয়াম সেখানে অবস্থিত বলে
এ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সেখানে অবস্থিত বলে
ব্রিটিশ পার্লামেন্ট ভবন সেখানে অবস্থিত বলে
1017. যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক-
তুরস্ক
সুইডেন
সুইজারল্যান্ড
ইসরায়েল