Image
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
1521. SDG' কী?/ 'SDG' এর পূর্ণরূপ কী?
Social Development Goals.
Systematic Development Goals.
SAARC Development Goals.
Sustainable Development Goals.
1522. CRC এর পূর্ণরূপ কী?
Council on the Rights of the Child.
Committee on the Rights of the Child.
Convention on the Rights of the Child.
Conference on the Rights of the Child.
1523. Whose Initiative SGD is? / 'SDG' কর্মসূচির উদ্যোক্তা কে?
বাংলাদেশ
জাতিসংঘ / UN
যুক্তরাষ্ট্র / USA
কোনোটিই নয়
1524. জাতিসংঘের মিলেনিয়াম বিশ্ব সামিটের প্রথম ঘোষণা কোনটি?
সংঘাত শূন্যকরণ
সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ
এইডস বৃদ্ধির হার বিপরীতমুখীকরণ
২০১৫ সালের মধ্যে হতদরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলের বঞ্চিতদের বর্তমান সংখ্যার অর্ধেক হ্রাসকরণ
1525. জাতিসংঘের মিলেনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
মেক্সিকো সিটি
ওয়াশিংটন ডিসি
জেনেভা
নিউইয়র্ক
1526. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা'র লক্ষ্য কয়টি?
১৫
১২
1527. 'SDG' জাতিসংঘ সাধারণ সম্মেলনে গৃহীত হয় - / কবে জাতিসংঘে 'SDG' গৃহীত হয়?
২৫ সেপ্টেম্বর, ২০১৬
২৫ সেপ্টেম্বর, ২০১৫
২৫ সেপ্টেম্বর, ২০১৭
২৫ সেপ্টেম্বর, ২০১৮
1528. জাতিসংঘ ৪র্থ বিশ্ব নারী সম্মেলন কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়?
মালয়েশিয়া, ১৯৯৬
বেইজিং, ১৯৯৫
টোকিও, ১৯৯৭
সানফ্রান্সিসকো, ১৯৯৮
1529. আন্তর্জাতিক শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়?
২০ নভেম্বর, ১৯৮৯
১৮ নভেম্বর, ১৯৭৯
৭ মে, ১৯৮০
২৩ মে, ১৯৮০
1530. জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত?
০-২
০-১২
০-১৪
০-১৮
1531. MDG এর অন্যতম লক্ষ্য কী?
যক্ষ্মা নির্মূল
ক্ষুধা ও দারিদ্র্য দূর
দেশ থেকে পোলিও নির্মূল
এইচআইভি বা এইডস নির্মূল
1532. বেইজিংয়ে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা?
চীন
যুক্তরাষ্ট্র
জাপান
জাতিসংঘ
1534. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য কোন সাল নির্ধারিত ছিল?
২০২১
২০২৬
২০১৫
২০২০
1535. কোন শব্দটি শিশু অধিকারের সঙ্গে সম্পর্কিত?
সিএমএম
সিপিসি
সিপিএম
সিআরসি
1536. কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল?
২০০০
২০০১
২০০২
২০০৩
1537. 'এমডিজি'র পূর্ণাঙ্গ রূপ কী?/ 'MDG' এর পূর্ণরূপ কী?
মিনিমাম ডেভেলপমেন্ট গোলস
মিলিটারি ডিফেন্স গ্রাউন্ড
মিলিটারি ডিলিমিটেশন গ্রুপ
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস
1538. জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? / টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
এমডিজি
এসডিজি
সিপিডি
এনএলজি
1539. MDG অনুযায়ী কত সালের মধ্যে বিশ্বের দারিদ্র অর্ধেক কমিয়ে আনার লক্ষ্য ছিল?
২০২১
২০২৬
২০১৫
২০২০
1540. জাতিসংঘের স্থায়ী সদস্য—
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন
জাপান, জার্মানি, ব্রিটেন, কানাডা ও যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও চীন
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন ও নাইজেরিয়া