Image
MCQ
123. ওশেনিয়া কাকে বলে?
প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে
ভারত মহাসাগরের সকল দ্বীপকে
উত্তর মহাসাগরের সকল দ্বীপকে
আটলান্টিক মগাসাগরের সকল দ্বীপকে
124. মাইক্রোনেশিয়ার অবস্থান হলো-
এশিয়া ও আফ্রিকার মাঝে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
আটলান্টিক ও লোহিত সাগরের মাঝে
এশিয়া ও ইউরোপের মধ্যে
125. What is the Micronesia?
Small islands situated in the Oceania area (ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ক্ষুদ্র দ্বীপপুঞ্জ)
Process to suck minerals from porous rock (ছিদ্রায়িত শিলা থেকে খনিজ আহরণ পদ্ধতি)
A category of porous rock that contains petroleum (এক ধরনের ছিদ্রায়িত শিলা যা পেট্রোলিয়াম ধারণ করে)
A motherboard used in smart phones (স্মার্ট ফোনে ব্যবহৃত মাদারবোর্ড)
None of these (কোনোটিই নয়)
130. সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
প্রশান্ত মহাসাগর
আর্কটিক মহাসাগর
134. সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত-
ইউরেশিয়া
পলিনেশিয়া
মাইক্রোনেশিয়া
ওশেনিয়া
135. আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি?
ইউরাল পর্বত
হিন্দুকুশ পর্বত
পামীর মালভূমি
ভিয়েনশান পর্বত
138. শাত-ইল আরব হলো-
ইরাবতি ও সালুইন নদীর মিলিত প্রবাহ
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ
তারিম নদী ও হেলমন্দ নদীর মিলিত প্রবাহ
আমুদরিয়া ও শীরদরিয়া নদীর মিলিত প্রবাহ