Image
MCQ
1741. নেলসন ম্যান্ডেলা নামটির সাথে জড়িত দেশ হলো –
দক্ষিণ আফ্রিকা
নামিবিয়া
কিউবা
ঘানা
1742. 'মাদিবা' কোন বিশ্বনেতার ডাকনাম?
বারাক ওবামা
জ্যাকব জুমা
নেলসন ম্যান্ডেলা
মার্টিন লুথার কিং
1743. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
ইনকাথা ফ্রিডম পার্টি
ন্যাশনালিস্ট পার্টি
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
1744. দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন?
রুজভেল্ট
নেলসন ম্যান্ডেলা
কফি আনান
হো চি মিন
1745. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
1746. কোন নেতাকে 'আফ্রিকার গান্ধী' বলা হয়?
কেনেথ কাউন্ডা
মার্টিন লুথার কিং
মুয়াম্মার গাদ্দাফি
নেলসন ম্যান্ডেলা
1747. ১৯৩৩ সালে জার্মানি ক্ষমতায় আসা হিটলারের দলের নাম ছিল--
লেবার পার্টি
নাৎসি পার্টি
কংগ্রেস পার্টি
ডেমোক্রেটিক পার্টি
1748. কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হোন?
১৯৩০
১৯৩১
১৯৩২
১৯৩৩
1749. নেলসন ম্যান্ডেলা কারারুদ্ধ ছিলেন---
১৯৬০- ১৯৯০
১৯৬০-১৯৯৪
১৯৬৪ ১৯৯০
১৯৬৪- ১৯৯৪
1750. নেলসন ম্যান্ডেলা কোথায় জন্মগ্রহণ করেন?
জর্জটাউন, যুক্তরাষ্ট্র
হারারে, জিম্বাবুয়ে
নাইরোবি, কেনিয়া
কুনু, দক্ষিণ আফ্রিকা
1751. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যে দেশের রাজনৈতিক দল –
ঘানা
কঙ্গো
দক্ষিণ আফ্রিকা
কেনিয়া
1752. নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হোন--
১৯৯২ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সাল
১৯৯৫ সালে
1753. নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন?
২৫ বছর
২৭ বছর
৩০ বছর
৩২ বছর
1754. কোন সালে আনুষ্ঠানিক ভাবে বর্ণবাদের সমাপ্তি ঘটেছিল?
১৯৯৪
১৯৯০
১৯৯৩
১৯৯৬
1755. নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
দক্ষিণ আফ্রিকা
নামিবিয়া
কিউবা
ঘানা
1756. নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়?
১৯৬২
১৯৬৪
১৯৬৫
১৯৭০
1757. 'এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা' এটা কার নীতি ছিল?
স্ট্যালিন
মুসোলিনী
লেলিন
হিটলার
1758. 'যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন' এটি কার উক্তি?
সালজার
ফ্রান্স
হিটলার
মুসোলিনী
1759. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
ফুয়েবার
সিআইএ
কেজিবি
গেস্টাপো
1760. কত সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম?
১৯১২ সালে
১৯১৩ সালে
১৯১৪ সালে
১৯১৭ সালে